ভারী বৃষ্টির পূর্বাভাস! অবশেষে বর্ষার মুখ দেখবে বাংলা?

ভারী বৃষ্টির পূর্বাভাস! অবশেষে বর্ষার মুখ দেখবে বাংলা?

ব্যুরো রিপোর্ট:  সকাল থেকে প্রখর রোদ্দুর! বৃষ্টির আশায় বাংলার মানুষ। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি হলেও এতে স্বস্তি ফেরেনি। বরং বেড়েছে অস্বস্তি। কার্যত একই হাল উত্তরবঙ্গেও। সেখানেও হু হু করে বাড়ছে তাপমাত্রা।কার্যত গলদঘর্ম অবস্থা মানুষের। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যে স্বস্তির খবর। তবে আগামী ২৪ ঘন্টায় যদিও দক্ষিণবঙ্গের মানুষের জন্যে স্বস্তি’র কথা শোনাচ্ছেন না আবহাওয়াবিদরা।গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হু হু করে বাড়ছিল গরম! এমনকি কোথাও কোথাও ৩৮ ডিগ্রি’র কাছাকাছিও পৌঁছে গিয়েছিল উষ্ণতার পারদ। তবে এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার থেকেই পরিস্থিতি বদলাবে। বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দার্জিলিংয়েও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

এছাড়াও বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টি হলেও গরম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও তেমন প্রভাব দেখা যায়নি।

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা ভারী বৃষ্টি হয়নি। ফলে গরমে পুড়ছে আম আদমি। বৃষ্টির দিকে তাকিয়ে মানুষ। যদিও এই অবস্থায় খুব একটা আশার আলো শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তা ২৪ ঘন্টায় কয়েকটি জেলাতে বাড়তে পারে বলে দাবি হাওয়া অফিসের।একটানা বৃষ্টির দেখা নেই! বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে স্বস্তি ন্মেই। আগামী ২৪ ঘন্টাতেও তেমন পরিস্থিতি বদল নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে বলে জানাচ্ছেন হাওয়াবিদরা। ফলে অস্বস্তিকর এই অবস্থা বজায় থাকবে বলেই দাবি। এমনকি তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরলেও, তা দক্ষিণবঙ্গ থেকে দূরেই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সকাল থেকে প্রখর রোদ্দুর!

তবে শহর এবং শহরতলিতে মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে। শুধু তাই নয়, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পরিস্থিতির কোনও বদল হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত গরম বজায় থাকবে বলেই দাবি। তবে এবার বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ ক্রমশ বাড়ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *