জাওয়াদের ধাক্কা শহরে, একাধিক জায়দায় ভাঙল গাছ, বিপর্যস্ত মৌসুনি দ্বীপ

জাওয়াদের ধাক্কা শহরে, একাধিক জায়দায় ভাঙল গাছ, বিপর্যস্ত মৌসুনি দ্বীপ

ব্যুরো রিপোর্ট:  ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। গতকাল থেকেই কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই শুরু হয়েছে ভারী বর্ষণ। বিপর্যস্ত কলকাতা শহরও। প্রবল বর্ষণে শহরের একাধিক জায়গায় ভেঙেছে গাছ।

ভরাকোটালের কারণে নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। যার জেরে উপকূলবর্তী একাধিক জায়গার জলস্তর বাড়তে শুরু করেছে। পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকার। সচল রয়েছে কন্ট্রোলরুম।

যে আশঙ্কায় প্রহর গুণছিল ওড়িশা, অন্ধ্র এবং বাংলা। সেই আশঙ্কা থেকে সাময়িক মুক্তি ঘটেছে ঠিকই। নিজের বিধ্বংসী রূপ দেখাতে পারেনি ঘূর্ণিঝড় জাওয়াদ। নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল থেকেই কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

পরিষেবা স্বাভাবিক রাখতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দুর্যোগ এখনও কাটেনি। আজও শহরের একাধিক জায়গায় চলবে ভারী বর্ষণ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে অমাবস্যার ভরাকোটালে প্রবল বিপত্তি উপূলবর্তী জেলা গুলিতে।ঘূর্ণিঝড় জওয়াদ পরিণত নিম্নচাপে । তার জেরে দিনভর বৃষ্টিতে ভিজল কলকাতা ।

কালও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে কলকাতা পুরসভা। তৈরি দমকলও। পরিষেবা স্বাভাবিক রাখতে কন্ট্রোল রুম খুলে নজরদারি বিদ্যুৎ দফতরের। পরিষেবা স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টা খোলা বিদ্যুৎ দফতরও।

সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহরে। কলকাতার ২৭ ও ৩৫ নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে।আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে।’ ধর্মতলায় খোলা হয়েছে পুরসভার কন্ট্রোল রুম। সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। খুব ভারী বৃষ্টি না হলে জল জমবে না বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। নীচু এলাকায় জল নামানোর জন্য পাম্প রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে চলছে কাজকর্ম।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *