নতুন বছরে দেশের মেট্রো ও বড় শহরগুলিতে প্রথম ৫জি পরিষেবা চালু হতে চলেছে

নতুন বছরে দেশের মেট্রো ও বড় শহরগুলিতে প্রথম ৫জি পরিষেবা চালু হতে চলেছে

ব্যুরো রিপোর্ট:  গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, চন্ডীগড়, দিল্লি, জামনগর, লখনউ, পুনে আর গান্ধীনগরে নতুন বছর থেকেই মিলবে ৫জি পরিষেবা। ফিফথ জেনারেশন অথবা 5G টেলিকম সার্ভিস।

সূত্রের খবর, ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই এই ৫জি পরিষেবার মহড়া দিয়েছে। সোমবার টেলিকমিউনিকেশন মন্ত্রক জানিয়ে দিয়েছে, দেশের মেট্রো ও বড় শহরগুলিতে এই প্রথম ৫জি পরিষেবা চালু হবে।

বিশেষজ্ঞদের মতে, এটা একেবারে লেটেস্ট লংটার্ম ইভোলিউশন মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক। একাধিক ডিভাইসকে এই পরিষেবার সঙ্গে সহজেই যোগ করা যাবে।

তাছাড়া এই পরিষেবার স্পিড ও ক্যাপিসিটি অনেকটাই বেশি।এদিকে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার পাশাপাশি সরকারও এই ৫জি পরিষেবার প্রসারে তৎপর।

আইআইটি বোম্বে, আইআইটি হায়দরাবাদ, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু,

সোসাইটি ফর অ্য়াপলায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ও সেন্টার অফ এক্সেলেন্স ইন ওয়ারলেস টেকনোলজি এই গবেষণামূলক প্রকল্পের আওতায় রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *