ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল! একসঙ্গে ছুটবে পাঁচটি বন্দেভারত

ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল! একসঙ্গে ছুটবে পাঁচটি বন্দেভারত

ব্যুরো রিপোর্ট: গোটা দেশে বাড়ছে বন্দেভারতের সংখ্যা! আর এর মধ্যেই আরও পাঁচটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ। আগামী ২৭ জুন উদ্বোধন হওয়ার কথা রয়েছে ট্রেনগুলির। কার্যত ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল।এই প্রথম একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবে ভারতীয় রেল।

আর এই পাঁচ ট্রেন যুক্ত হলে এই মুহূর্তে দেশে বন্দেভারতের সংখ্যা বেড়ে হবে ২৩। তবে এবার বিহারও একটি বন্দেভারত পাবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাটনা ও রাঁচির মধ্যে সেমি-হাই স্পিড ট্রেনটির উদ্বোধন করবেন। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সকাল সাড়ে ৬টার সময় ইন্দোর জংশন থেকে ছুটবে বন্দেভারত । যা 9:35 ভোপাল পৌঁছে যাবে। ফেরার সময় ভোপাল থেকে এই ট্রেন ছাড়বে। সন্ধ্যা 7:25 মিনিটে সেটা রওনা দেবে বলে খবর। রাত 10:30 নাগাদ ইন্দোর পৌঁছে যাবে ট্রেনটি। রবিবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন।

৮ বগির এই ট্রেন দীর্ঘ যাত্রাপথে মাত্র দুবারই দাঁড়াবে।অন্যতম এই গুরুত্বপূর্ণ রুটেও ছুটবে এই ট্রেন। জব্বলপুর থেকে সকাল ৬ টার সময় রওনা দেবে এই ট্রেন। মঙ্গলবার বাদে সপ্তাহে প্রত্যেকদিনই ছুটবে এই ট্রেন। বেশ কয়েকবার এই ট্রেন দাঁড়াবে। উদ্বোধনের পর যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন।

উদ্বোধনের পর বিস্তারিত ভাবে রুটের বিষয়ে জানানোপ হবে।প্রথম বন্দেভারত পাচ্ছে বিহার! দীর্ঘদিন ধরে এই রুটে একটি বন্দেভারতের পাওয়ার অপেক্ষা ছিল। পাটনা জং থেকে সকাল ৭:০০ টা ছাড়বে। রাঁচিতে পৌঁছবে দুপুর ১টা নাগাদ। আবার রাঁচি থেকে ৪টে ১৫ নাগাদ ছাড়বে। আর তা সেটি রাত ১০ টা নাগাদ পৌঁছবে।

পাটনা থেকে রাঁচির মধ্যে ৩৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি ৬ ঘন্টা ১৫ মিনিট সময় নেবে। প্রায় ১৬ বগির বন্দেভারত ছুটবে এই রুটে।দেশের অন্যতম বেঙ্গালুরু-ধারাওয়াদ রুটেও ছুটবে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার বাদে প্রত্যেকদিন এই রুটে ছুটবে এই ট্রেন। তবে এবার বাংলার জন্যে প্রাপ্তি নেই। ইতিমধ্যে বাংলা তিনটি বন্দেভারত পেয়েছে বাংলা। হাওড়া-পুরী, হাওড়া-জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে অসমে ছুটছে বাংলা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *