ব্যুরো রিপোর্ট: ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে দীপিকা পাড়ুকোন। তিনি ভক্তদের মনোরঞ্জনও করেন।এবছরের অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন।
তিনি এদিন মঞ্চে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জের নাটু নাটু সঙ্গীত উপস্থাপমন করেন। প্রসঙ্গ এবার ভারত থেকে অরিজিনাল সং বিভাগে মনোনীত হয় নাটু নাটু এবং সময় গড়াতে তা অস্কারও জিতে নেয়।