আগামী কাল থেকেই ঝেঁপে নামবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রি

আগামী কাল থেকেই ঝেঁপে নামবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রি

ব্যুরো রিপোর্ট: আগামিকাল থেকেই ঝেঁপে নামবে বৃষ্টি। রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। তাই আজ থেকেই তাপমাত্রার পারদ অনেকটা বেড়েছে।

কুয়াশা ঢাকা আকাশেই ঘুম ভেঙেছে শহরবাসীর। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। এরপর কী শীত বিদায় নেবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।জাঁকিয়ে শীত উধাও। এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকলেও বুধবার হঠাৎ করেই যেন উধাও হয়ে গিয়েছে। শীত। সকাল বেলা কুয়াশা ঢাকা ছিলশহরের আকাশ।

কুয়াশা কাটতে সকাল ৮টা হয়ে গিয়েছে। ৮টার পরে রোদের দেখা মিলেছে শহরে। জেলা গুলিতেও সকাল থেেক ছিল ঘন কুয়াশা। তাপমাত্রার পারদ অনেকটাই বেড়েছে জেলা গুলিতে।বুধবার রোদের দেখা মিললেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে শহরে।

আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রার পারদ সেকারণেই উর্ধ্বমুখী থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি চলবে শনি এবং রবিবার পর্যন্ত। কাজেই সরস্বতী পুজোয় আকাশের মুখ ভার থাকবে।

মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ। শুধু শহরে নয় বৃষ্টি হবে জেলা গুলিতেও। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।সরস্বতী পুজো এসেগেলে সাধারণত শীতের দাপট তেমন আর থাকে না। মাঘ মাসের জাঁকিয়ে শীতের দাপট অনেকটাই কমে যায়।

ফাল্গুন মাসে মনোরকম আবহাওয়া থাকে। বসন্তকাল শুরু হয়ে যায়। এই বৃষ্টির পরই কি বিদায় নেবে শীত? এই নিয়ে কৌতুহল বাড়ছে। তাতে আবহাওয়া দফতর অবশ্য স্পষ্ট কোনও ধারনা দিতে পারেনি। রবিবারের পর ফের পারদ পতন হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।

সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেেক শীত বিদায় নিতে শুরু করে।গতবছর থেকেই প্রকৃতির একের পর এক ভয়ঙ্কর রূপে বিপর্যস্ত মানুষ। সারাবছরই প্রায় বৃষ্টি হয়ে চলেছে রাজ্যে। গোটা শীতকাল জুড়েই দফায় দফায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা বারবার ধাক্কা দিয়েছে শীতের পরশে। এর আগে কখনও এতটা বৃষ্টি হয়নি রাজ্যে। বিশেষ করে শীতকালে। জলবায়ু পরিবর্তনের কারণেইএই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *