ব্যুরো রিপোর্ট: গোবর শরীরের জন্য উপকারী। সেই জন্য গপগপ করে গোবর খেয়ে ফেললেন এক এমবিবিএস ডাক্তার। শুধু তাই নয়, গোমূত্রও পান করতে দেখা যায় ডাক্তারবাবুকে। নেটমাধ্যমে এমনই একটি ভিডিও্ ভাইরাল হয়েছে।
ওই ব্যক্তির নাম হল মনোজ মন্ডল। তিনি হলেন কার্নালের বাসিন্দা। সেখানে নিজের চেম্বারও রয়েছে। এই ডাক্তারবাবু নিজের জীবনের বেশ কিছু নিয়ম মেনে চলেন। তিনি খাটে ঘুমোন না। মাটিতেই শুয়ে পড়েন। পুষ্টিকর খাবার খেতে ভালবাসেন।
সঙ্গে গোবর। ডাক্তারবাবুর মতে, গোবর খেলে মারণ রোগ সেরে যায়। এমনকি ক্যানসারও হবে না বলে জানিয়েছেন তিনি। গোবরে অক্সিজেন থাকে বলেও দাবি করেছেন তিনি।
ডাক্তারবাবু আরও বলেছেন, মোবাইল, এসি, ফ্রিজ থেকে যে রেডিয়েশন বেরোয় তা ঠেকাতে সক্ষম গোবর। গোমূত্র ও গোবর পান করলে গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রনাও অনেকটাই কমে যায় বলে ওই ভিডিওতে বলেছেন তিনি।