গতকালের চেয়ে কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু ৮০৪ জনের

গতকালের চেয়ে কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু ৮০৪ জনের

ব্যুরো রিপোর্ট:  গতকালের চেয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০, ৪০৭ জন। গতকাল দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৬০ হাজাের কিছু বেশি মানুষ।

এক দিনে করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৮০৪ জন। করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্ন মুখী বলে জানিয়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।করোনা সংক্রমণের গ্রাফ ফের নিম্নমুখী। কমছে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে অনেকটাই পরিস্থিতির উন্নতি হয়েছে দেশে। তবে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। করোনা সংক্রমণ একটা সময়ে গোটা দেশে ভয়াবহ আকাল নিয়েছিল।

গোটা দেশে করোনা বিধি কড়া করে নিয়ন্ত্রণে আনা হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। কেরলেও করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।এদিকে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে করোনা সংক্রমণের মধ্যেই প্রথম দফার বিধানসভা ভোট হয়ে গিয়েছে।

এবার ১৪ তারিখ ফের একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে করোনা বিধি মেনেই হচ্ছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১০০০ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে।

দিল্লিতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। তার জন্য একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ কমে গিয়েছে। তবে গতকাল নতুন করে এক জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছিল।

তবে করোনা বিধি আর কড়া করার কোনও খবর এখনও নেই বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এখনও পর্যন্ত ১.২ কোটি ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তির করোনা ভাইরাসের বুস্টার ডোজের টিকাকরণ হয়নি।

ওমিক্রন সংক্রমণের পর থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া চালু হয়েছে। তাতে প্রথমে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য, কর্মী পুলিশের করোনা টিকার বুস্টার ডোজের টিকাকরণ শুরু হয়েছে।

সেই সঙ্গে ৬০ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে ১৫ বছরের উর্ধে সকলের করোনা টিকাকরণ শুরু হয়েছে। তবে শিশুদের করোনা িটকাকরণ এখনও শুরু হয়েনি বলে জানানো হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *