ব্যুরো রিপোর্ট: নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার পদ্ম শিবিরকে অস্বস্তিতে ফেলেছেন তথাগত রায়। শনিবার নেটমাধ্যমে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ‘দাবার অসহায় ঘুটি’ বলে উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকেও আক্রমণ করেন তিনি।শনিবার নেটমাধ্যমে তথাগত রায় লিখেছিলেন, ‘যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত দাবার অসহায় ঘুঁটিতে পরিণত করেছিল।
দিলীপও তাই বলেছেন। ক্রমশই বিজেপির আত্মহননের কারণ সামনে আসছে।’এ ছাড়া তিনি ‘কেএসএ’-এর কথাও উল্লেখ করেছেন। এই ‘কেএসএ’ বলতে কৈলাস বিজয়বর্গীয়,
শিবপ্রকাশ এবং অররবিন্দ মেননকেই বোঝাতে চেয়েছেন তিনি। বর্ষিয়ান নেতার মন্তব্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেছেন, ‘তরজা নয়, লড়াইতে আছি। ইনডোর ম্যাচ নয় আউটডোর গেম খেলি।’