ব্যুরো রিপোর্ট: শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছিল মধুবনী জেলার বেনিয়াপাত্তি এলাকার ২২ বছরের বুদ্ধিনাথ ঝাঁ ওরফে অবিনাশ ঝাঁ-এর মৃতদেহ। আরটিআই কর্মী হিসেবে পরিচয় ছাড়াও একটি অনলাইন মিজিয়ার কর্মী ছিলেন তিনি।
সাম্প্রতিক সময়ে তিনি বিহারের ভুয়ো ক্লিনিক নিয়ে একটি রিপোর্ট পোস্ট করেছিলেন। এরপর ৪ দিন নিখোঁজ থাকার পরে শুক্রবার রাতে অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে শুক্রবারে পূর্ণিয়ার স্থানীয় এক সাংবাদিক ঋতু সিংকে গুলি করে মারে দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের পরিবারের সদস্যরা জেডিইউ বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী লেসি সিংকে অভিযুক্ত করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।