পাঠান’ স্রেফ অ্যাকশনধর্মী নয়, এটি দেশভক্তিমূলক ছবিও

পাঠান’ স্রেফ অ্যাকশনধর্মী নয়, এটি দেশভক্তিমূলক ছবিও

ব্যুরো রিপোর্ট:  বুধবার মুক্তি পেয়েছে শাহরুখের আগামী ছবি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর টিজ়ার। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবি। চার বছর পরে পর্দায় আসছেন কিং খান। টিজ়ার রিলিজ় করার কয়েক ঘণ্টার মধ্যে তা টুইটারে ট্রেন্ডিং।

‘পাঠান’ স্রেফ অ্যাকশনধর্মী নয়, এটি দেশভক্তিমূলক ছবিও। টিজ়ারেই স্পষ্ট, পাঠান এমন এক মানুষ, যে দেশের জন্য সব কিছু করতে পারে। পাঠানের চরিত্রে শাহরুখ বলছেন ‘দেশই তাঁর ধর্ম আর দেশের সুরক্ষাই তাঁর কর্ম।’

রাজনৈতিক দিক থেকে অভিনেতা এই মুহূর্তে খানিক কোণঠাসা। পুত্র আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে যাওয়া তাঁকে আরও বিপাকে ফেলেছিল। ‘অসহিষ্ণুতা’ বিতর্কের পর বিজেপি শিবিরের সঙ্গে শাহরুখের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিল।

কিন্তু আরিয়ানের ঘটনা ফের অস্বস্তিতে ফেলে তাঁকে। যদিও বুধবারই শাহরুখ-আরিয়ান দু’জনে স্বস্তির শ্বাস ফেলেছেন। নার্কোটিক্স কন্ট্রোল বুরোর এক অফিসার জানিয়েছেন, আরিয়ান মাদক নিতেন বা সরবরাহ করতেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

পর্যবেক্ষকদের ধারণা, দেশভক্তিমূলক ছবি শাহরুখের কেরিয়ারকে অক্সিজেন দিতে পারে। ভক্তদের একাংশের সমর্থন তিনি সব সময়েই পেয়েছেন। কিন্তু আরিয়ানের ঘটনা কিছুটা হলেও শাহরুখের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছিল।

এই মুহূর্তে অভিনেতার প্রয়োজন, বক্স অফিসে একটা বড় হিট। বলিউডের ট্রেন্ড বলছে, অ্যাকশন ও দেশভক্তি ঘরানার ছবি অভিনেতাকে সেই লক্ষ্যপূরণে সাহায্য করতে পারে।

এই দিকগুলো মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের সময়ে ছবির মুক্তি স্থির করা হয়েছে। যদিও ছবির প্রচারে কোনও খামতি রাখতে চান না শাহরুখ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *