শেষ মুহূর্তে বাতিল প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর, ভার্চুয়াল উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেসের

শেষ মুহূর্তে বাতিল প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর, ভার্চুয়াল উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেসের

ব্যুরো রিপোর্ট: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর তিনি বাতিল করেছেন। ভোরে মায়ের মৃত্যু সংবাদ পেয়েই তিনি ছুটে গিয়েছেন আহমেদাবাদে। সেখান থেকেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

এমনকী জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন তিনি।গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে দেখেও এসেছিলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তার পরেই শুক্রবার ভোর ৩টে নাগান মারা যান তিনি। বয়স হয়েছিল ১০০ বছর।আজ শহরে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন তিনি।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি, জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন এবং এনজেপি স্টেশনের আধুনিকীকরণের উদ্বোধন হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করে ভোরে মা মারা যাওয়ার খবর পেতেই তিনি আহমেদাবাদ উড়ে গিয়েছেন।

সেখানেই রয়েছেন তিনি। তাই আর তাঁর কলকাতা সফর হচ্ছে না। বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর।গত তিনদিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত হার মানতেই হল হীরাবেন মোদীকে।

শুক্রবার ভোর তিনটে নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে মারা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। গত বুধবার তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে খবর এসেছিল অবস্থা ভাল নেই। শুক্রবার ভোরেই আসে সেই খবর।

তারপরেই তিনি ভোরে আহমাদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যান।আজ কলকাতায় বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে আসার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু তার আগেই মায়ের বিয়োগ সংবাদ তাঁর কাছে আসে।

সঙ্গে সঙ্গে তিনি আহমেদাবাদ উড়ে গিয়েছেন। যার জেরে বাতিল করতে হয়েছে কলকাতা সফর। শেষে ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। আহমেদাবাদ থেকেই ভার্চুয়াল উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

তবে কখন ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি তা এখনও পিএমও-র পক্ষ থেকে জানানো হয়নি।আজ সকালে কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। রাজ্যে একাধিক কর্মসূচি ছিল তাঁর। সকাল ১০টা বিমান বন্দরে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর।

সেখান থেকে সোজা যাওয়ার কথা ছিল হাওড়া স্টেশনে। সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে জোকা-তারাতলা মেট্রো রুটেু উদ্বোধন করার কথা ছিল তাঁর। তারপরে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতেন তিনি। তার প্রত্যেকটাই হবে তবে সবটাই ভার্চুয়াল হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *