১০ মাস বয়সি শিশুকে চাকরি দিল রেল,আঙুলের ছাপ নেওয়ার সময় কেঁদে ভাসাল একরত্তি

১০ মাস বয়সি শিশুকে চাকরি দিল রেল,আঙুলের ছাপ নেওয়ার সময় কেঁদে ভাসাল একরত্তি

ব্যুরো রিপোর্ট:  ছত্তিশগড়ের পথ দুর্ঘটনায় বাবা ও মাকে হারিয়েছিল ১০ মাস বয়সি এক শিশুকন্যা। এই দুর্ঘটনার জেরে অনাথ হয়ে যায় শিশুটি। তবে তাকে এবার চাকরির নিয়োগপত্র দিল রেল। রেল সূত্রে খবর, সহানুভূতি গ্রাউন্ডে তাকে চাকরি দেওয়া হয়েছে। ১৮ বছর বয়সের পরে সে কাজে যোগ দিতে পারবে।

আধিকারিকদের মতে, দেশের মধ্যে সম্ভবত এবারই প্রথম ১০ মাসের কোনও শিশুকে চাকরি দিল রেল। প্রসঙ্গত বিশেষ এই গ্রাউন্ডে সরকারি কর্মীর সন্তানকে চাকরি দেওয়ার একটি রীতি রয়েছে।

রেল সূত্রে খবর ৪ জুলাই নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের রায়পুর রেলওয়ে ডিভিশনে একটি আবেদন জমা হয়েছিল ওই শিশুর নামে। ওই শিশুর বাবা রাজেন্দ্র কুমার ভিলাইতে রেল ইয়ার্ডে সহকারি হিসাবে কর্মরত ছিলেন।

গত ১ জুন তিনি ও তাঁর স্ত্রী পথ দুর্ঘটনায় মারা যান। কিন্তু ওই শিশুটি ভাগ্যক্রমে বেঁচে যায়।এদিকে রায়পুর রেলওয়ে ডিভিশন ওই শিশুটিকে সবরকমভাবে সহায়তা করে। আধিকারিকরা জানিয়েছেন, রেলের সরকারি রেজিস্ট্রেশনে ওই শিশুর আঙুলের ছাপ রেখে দেওয়া হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *