৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল, ঘোষণা মুখ্যমন্ত্রীর,

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল, ঘোষণা মুখ্যমন্ত্রীর,

ব্যুরো রিপোর্ট:  অবশেষে রাজ্যে ফের খুলতে চলেছে স্কুল কলেজ। সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী, রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ।

সঙ্গে খুলে যাবে, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইআইটিগুলি।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ৪ ও ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ছুটি রয়েছে। ছাত্রছাত্রীরা যাতে সরস্বতী পুজো করতে পারে তার জন্য ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলে যাবে।

সঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের শিক্ষালয়ের মাধ্যমে পঠনপাঠন হবে। যেখানে শিক্ষকরা উপযুক্ত স্থান বাছাই করে ছাত্রছাত্রীদের ক্লাস নেবেন।

তবে প্রাথমিক এখনই খুলছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইআইটিগুলিও খুলে যাবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ১ তারিখ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিডবিধির সময়সীমা বাড়িয়েছে নবান্ন।

মুখ্যমন্ত্রী সোমবার বলেছেন, এবার থেকে ৭৫ শতাংশ কর্মী অফিসে যোগ দিতে পারবেন। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালাতেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে রাজ্য সরকার।

সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দিয়েছে নবান্ন। সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি খুলছে পর্যটন কেন্দ্রও। নাইট কারফিউর সময়সীমাও বদলে গিয়েছে।

১ ফেব্রুরাই থেকে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত থাকবে নাইট কারফিউ। কলকাতা থেকেও লন্ডনের বিমান পরিষেবাও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *