সাত দফায় ভোট রাজ্যে ; গণনা ৪ জুন

সাত দফায় ভোট রাজ্যে ; গণনা ৪ জুন

রিপোর্ট -দেবাঞ্জন দাস : দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হলো। শনিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে এবারের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন।

সাত দফায় হবে এবারের নির্বাচন। ১৯ এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে। ভোট গণনা ৪ জুন। আমাদের রাজ্যে ৪২ টি লোকসভা আসনে ৭ দফায় নির্বাচন হবে।

দেখে নেওয়া যাক রাজ্যে কোন দিন কোথায় নির্বাচন :

১৯ এপ্রিল: কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।

২৬ এপ্রিল : রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং।

৭ মে : মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ।

১৩ মে : বহরমপুর, কষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর।

২০ মে : শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ , হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।

২৫ মে: পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল।

১ জুন : দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *