মহাসপ্তমীর রাতেই বিষাদের ছায়া, পুড়ে ছাই দুর্গামণ্ডপ, মৃত ৩, আহত কমপক্ষে ৪২ জন

মহাসপ্তমীর রাতেই বিষাদের ছায়া, পুড়ে ছাই দুর্গামণ্ডপ, মৃত ৩, আহত কমপক্ষে ৪২ জন

ব্যুরো রিপোর্ট:  মহাসপ্তমীর রাতেই ঘটল অঘটন। পুড়ে ছাই দুর্গামণ্ডপ। উত্তর প্রদেশের ভাদোহিতে একটি দুর্গাপুজোর মণ্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। তাতে আহত হয়েছেন কমপক্ষে ৪২জন। ১ কিশোর মারা গিয়েছেন বলে খবর। মহাসপ্তমীর রাতে ভাদোিহর সেই দুর্গামণ্ডপে আগুন লাগে।

মুহূর্তে সেটি ছড়িয়ে পড়ে গোটা প্যান্ডেলে। সেখানে থাকা দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্যান্ডেল থেকে বাইরে বেরোনোর হুড়োহুড়িতেই অনেকে আহত হয়েছেন।মহাসপ্তমীর রাতে ভয়ঙ্কর কাণ্ড যোগীর রাজ্যে। পুড়ে ছাই গোটা দুর্গামণ্ডপ। মহাসপ্তমীর আরতি চলার সময় ঘটে দুর্ঘটনা।

মণ্ডপে দাহ্য পদার্থ থাকায় সেটা ছড়িয়ে পড়ে গোটা প্যান্ডেলে। হুড়োহুড়ি পড়ে যায়। সেসময় মণ্ডপে অসংখ্য দর্শনার্থীরা। আগুন ছড়য়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। তখন চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরেই দমকলকে খবর দেওয়া হয়।

উদ্ধারকাজ শুরু হওয়ার আগেই ৫২ জন গুরুতর আহত হন।অনেকে আগুনে ঝলসে গিয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ১২বছরের এক কিশোর ছাড়াও ২জন মারা গিয়েছেন অগ্নি দগ্ধ হয়ে।

অনেককে আশঙ্কাজনক অবস্থায় বারাণসীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্ট সার্কিট থেকেই অগ্নকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক গৌরাঙ্গ রাঠ। তিনি মণ্ডপ পরদর্শণ করেন। মণ্ডপের অবস্থা খতিয়ে দেখেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *