বলিউডের সেলিম থেকে সিদ্ধার্থ, ২০২১ সালে যাঁদের হারালাম

বলিউডের সেলিম থেকে সিদ্ধার্থ, ২০২১ সালে যাঁদের হারালাম

ব্যুরো রিপোর্ট:  চলতি বছর এপ্রিল-মে মাসে কার্যত মৃত্যু মিছিলে পরিণত হয়েছিল ভারত। সেই সঙ্গে ২০২১ সালে ছেড়ে চলে গিয়েছেন বহু বিশিষ্ট মানুষ।

বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি হিন্দি ফিল্ম ও টেলিভিশন দুনিয়ায় একাধিক নক্ষত্র পতন হয়েছে এবছর। এক নজরে দেখা যাক ২০২১-এ কাদের হারালাম।

চলতি বছর ৭ই জুলাই চিরতরে বিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের ধ্রুবতারা দিলিপ কুমার।

৯৮ বছর বয়সে মুম্বইএর হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্য ব্যাধিতে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন ফিল্ম জগতের সেলিম।

বরাবর মেথড অভিনয়ের জন্য দর্শকদের মনে উচ্চ স্থানে ছিলেন সুরেখা সিকরি। চলতি বছরের জুলাই মাসেরই ১৬ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় ‘দাদিসা’।

বিখ্যাত মিউজিক কম্পোজার নাদিম-শ্রভন জুটি বলিউডকে উপহার দিয়েছেন বহু হিট গান। ২০২১-এর ২৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এই জুটির অন্যতম কম্পোজার শ্রভন রাঠৌর।

গত ২ সেপ্টেম্বর সকালে সবাইকে চমকে দিয়ে আচমকাই খবর আসে অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই।

কার্ডিয়াল অ্যাটাকে মাত্র ৪০ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চলে যান বালিকা বধুর শিব।

অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশলও হার্ট অ্যাটাকে প্রাণ হারান চলতি বছরের জুন মাসের ৩০ তারিখ।

ঋষি ও রণধীর কাপুরের ভাই তথা রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর ২৫ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাম তেরি গঙ্গা মইলি ছবি তাঁকে খ্যাতি দিয়েছিল।

হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল অভিনেতা অমিত মিস্ত্রি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তেনালি রমন, এ জেন্টলম্যান, শোর ইন দ্য সিটি, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।

ভারতীয় টিভি ইন্ডাস্ট্রির একজন গুণী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন বিক্রমজিত। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১ মে ২০২১-এ প্রয়াত হন তিনি।

সিনেপ্রেমিদের আঘাত দিয়ে এবছর চলে গেলেন আরও এক তারকা। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিথ রাজকুমার। চলতি বছর ২৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ভারতীয় টিভি দুনিয়া এবছর আরও এক সদস্য হারিয়েছে। জনপ্রিয় সিরিয়াল অনুপমা-তে কান্তা জোশীর ভূমিকায় অভিনয়ের জন্য

পরিচিত টিভি অভিনেত্রী মাধবী গোগাটে কোভিড আক্রান্ত হয়ে গত ২৩শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *