আগামী ১৮ জানুয়ারি শুরু হতে চলেছে বই মেলা; থাকছে মোট হাজারটির মত স্টল

আগামী ১৮ জানুয়ারি শুরু হতে চলেছে বই মেলা; থাকছে মোট হাজারটির মত স্টল

রিপোর্ট -দেবাঞ্জন দাস: আগামী ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্ভোধন হতে চলেছে এই বই মেলার। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

এছাড়াও উপস্থিত থাকবেন ব্রিটিশ উপ হাইকমিশনার অ্যালেক্স এলিস সিএমজি; ভারতের ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই, সাহিত্যিক বাণী বসু প্রমুখ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলায় লিটিল ম্যাগাজিন, ছোট বড় সমস্ত প্রকাশনা সংস্থা সহ সব মিলিয়ে এক হাজারটি মতন স্টল থাকছে। সিনিয়র সিটিজেন দিবস ” চিরতরুণ” উদযাপন হবে ২৪ শে জানুয়ারি। বইমেলার ভেতরে ঢোকা এবং বেরানোর জন্য মোট নটি গেট থাকবে।

তার মধ্যে একটি গেট হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজের আদলে। সিইএসসির সাহায্যে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরী
হয়েছে। এবারের বইমেলায় সরাসরি ও যৌথভাবে অংশগ্রহণ করছে প্রায় কুড়িটি দেশ। থাকছে লটারির ব্যবস্থা, যেখানে প্রতিদিন ১৫ জন ভাগ্যবান বিজেতা পাবেন মেলা থেকে বই কেনার জন্য প্রত্যেকে এক হাজার টাকার অর্থাৎ সব মিলিয়ে ১৫ হাজার টাকার বুক গিফট কুপন।

মেলায় থাকছে কিউআর কোড, যা স্ক্যান করার মাধ্যমে খুব সহজেই মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন। ডক্টর রমা প্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান ২০২৪ প্রদান করা হবে বাণী বসুকে।
বই কিনুন লাইব্রেরী জিতুন! থাকবে বই বাম্পার লটারি, বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন ২৫ হাজার টাকার বুক গিফট কুপন।


পরিবহন দপ্তরের পক্ষ থেকে থাকছে অতিরিক্ত বাসের ব্যবস্থা।
কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *