ব্যুরো রিপোর্ট: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৭। অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল গভীর রাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৫৮ বছর।
’সঙ্গে তিনি লিখেছেন, ‘তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি ‘পথভোলা’, ‘সুরের আকাশে’, ‘পাপী’, ‘শেষ প্রতীক্ষা’, ‘সীমান্ত পেরিয়ে’, ‘রাত্রি শেষের তারা’, ‘আলো’ ইত্যাদি।
এছাড়া ‘টাপুর টুপুর’, ‘চোখের তারা তুই’, ‘ফাগুন বৌ’-সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। ইদানীং ‘খড়কুটো’ ও ‘মোহর’ টিভি সিরিয়ালে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার একটি রিয়্যালটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।