নেতাজির জন্মদিনের দিনটিকে ‘জাতীয় ছুটি’ ঘোষণা করা হোক, কেন্দ্রের কাছে আর্জি মমতার

নেতাজির জন্মদিনের দিনটিকে ‘জাতীয় ছুটি’ ঘোষণা করা হোক, কেন্দ্রের কাছে আর্জি মমতার

ব্যুরো রিপোর্ট:  রবিবার গোটা দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করছেন। আজকের এই বিশেষ দিনটিকে ‘জাতীয় ছুটি’ ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী নেটমাধ্যমে লেখেন, ‘আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এর ফলে গোটা জাতি নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারবে এবং ‘দেশনায়ক দিবস’ পূর্ণমর্যাদায় পালন করতে পারবে।’

এছাড়া তিনি জানান, ‘আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ‘জয় হিন্দ বিশ্ববিদ্যালয়’ তৈরি করা হবে। এই বিশ্ববিদ্যালয় তৈরিতে রাজ্য ১০০ শতাংশ অর্থ দেবে।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *