ফের খুলছে বেলুড় মঠের প্রবেশ দ্বার, দর্শনার্থীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা

ফের খুলছে বেলুড় মঠের প্রবেশ দ্বার, দর্শনার্থীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা

ব্যুরো রিপোর্ট:  রাজ্যে ফের বেড়েছিল করোনার দাপট। সেই কারণে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠের প্রবেশ দ্বার। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের একবার দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে মঠ।

তবে এক্ষেত্রে মানতে হবে কোভিড বিধি। পাশাপাশি সময়সীমাও বেধে দেওয়া হয়েছে।বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সেই কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে বেলুড় মঠের দরজা ফের একবার খোলার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত বেলুর মঠে প্রবেশ করতে পারেবন দর্শনার্থীরা। তবে দেখা যাবে না আরতি। প্রসাদও বিতরণ করা হবে না।আগামী ৪ মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি।

সেই বিশেষ দিনে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু, ওই দিনও প্রসাদ বিতরণ করা হবে না বলে জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। ব্যবহার করতে হবে স্যানিটাইজার ও মাস্ক।

প্রসঙ্গত, নতুন বছরের আগে থেকে রাজ্যে বাড়তে শুরু করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। ফলে বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ।

তাঁদের তরফে নেটমাধ্যমে জানানো হয়েছিল, ‘পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকারের ২.১.২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ তখন থেকে এতদিন বন্ধ ছিল মঠ। অবশেষে তা আবার খুলতে চলেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *