ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! ২০ থেকে ২৫ জনের আটকে থাকা’র সম্ভাবনা

ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! ২০ থেকে ২৫ জনের আটকে থাকা’র সম্ভাবনা

ব্যুরো রিপোর্ট:  ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। রাজনৈতিক ডামাডোলের মধ্যেই মুম্বইতে এহেন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কুর্লা’র নাইক নগর এলাকাতে চারতলার বহুতলটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থা ছিল। এই বিষয়ে বি এম সি-এর তরফে সতর্ক করা হয় বলেও খবর।

কিন্তু আজ মঙ্গলবার ভোররাতে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে খবর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। এমনকি দমকলের আধিকারিকরাও পৌঁছেচ্ছেন। রয়েছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দলও কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

বি এম সি-এর আধিকারিকদের আশঙ্কা, ভেঙে পড়া বহুতলটির নীচে ২০ থেকে ২৫ জনের আটকে থাকার সম্ভাবনা। যদিও এখনও পর্যন্ত সাতজনকে ভেঙে পড়া ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিএমসি’র আধিকারিকরা।

এমনকি গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি বুঝে আশেপাশে’র বাড়িগুলিকেও খালি করে দেওয়ার কাজ চালানো হচ্ছে।

কারণ সেগুলির অবস্থাও খুবই খারাপ বলে দাবি প্রশাসনের আধিকারিকদের। সেগুলিকেও খালি করে দেওয়ার জন্যে বারবার বিএমসি’র তরফে আবেদন জানানো হয়েছিল বলে জানা যাচ্ছে।কিন্তু কেউ বাড়ি ছেড়ে যায়নি বলেই খবর।

তবে এদিনের ঘটনার পরেই আতঙ্কিত মানুষ। প্রাণে বাঁচতে অনেকেই নিজে থেকেই বাড়ি ছাড়ছেন বলেও খবর। পরিস্থিতি’র খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছুন আদিত্য ঠাকরে। পুরো পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য বলেন, এখনও পর্যন্ত পাঁচ থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে ভেঙে পড়া বাড়িটির মধ্যে থেকে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই দাবি। যদিও সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি আদিত্য ঠাকরের।

তাঁর দাবি, চারতলার এই বহুতলটি আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ কথা শোনেনি বলে অভিযোগ আদিত্যের।তাঁর আরও দাবি, এই মুহূর্তে আমাদের লক্ষ্য দ্রুত উদ্ধার করা এবং বিল্ডিংয়ের বাকি অংশ ভেঙে ফেলা।

আর সেই কাজ চালানো হচ্ছে বলেও দাবি বিধায়কের।অন্যদিকে এনডিআরএফ ডেপুটি কমান্ডার আশিস সিং জানিয়েছেন, উদ্ধার কাজ চালাণো হচ্ছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ২০ থেকে ২৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তবে ঠিক কতজন আটকে থাকা’র সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলেও দাবি এনডিআরএফ। ভেঙে পড়া বহুতলটি এমন ভাবে ভেঙে পড়েছে তাতে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছনে এনডিআরএফের আধিকারিকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *