দেশে হঠাৎ করে বাড়ল একদিনে করোনায় মৃতের সংখ্যা! ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৮৯৫ জন

দেশে হঠাৎ করে বাড়ল একদিনে করোনায় মৃতের সংখ্যা! ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৮৯৫ জন

ব্যুরো রিপোর্ট:  ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এই উদ্বেগের মধ্যেই দেশে নতুন করোনা আক্রান্ত ৮,৮৯৫ জন।

এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৪৬,৩৩,২৫৫ জন। তবে গত ২৪ ঘন্টায় দেশে বাড়ল মৃতের সংখ্যা।

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী ২৭৯৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।আর এর ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৭৩, ৩২৬।

তবে গত কয়েকদিন আগেই সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কম রয়েছে।ওমিক্রন আতঙ্কে গোটা বিশ্ব। ইতিমধ্যে ভারতেও করোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ।

ফলে ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এই অবস্থায় এই তথ্য চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে।

আর তা কমে একলাখের নীচে নেমে গিয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন বহু মানুষ। আর সেই সংখ্যাটা হল- ৬,৯১৮।

ফলে এখনও পর্যন্ত দেশে করোনাকে জয়ীর সংখ্যা বেড়ে হল- ৩,৪০,৬০,৭৭৪। আর এই তথ্য আশার আলো দেখাচ্ছেন চিকিৎসকদের।

এই মুহূর্তে অ্যাক্টভ কেসের সংখ্যা কমে রয়েছে ৯৯,১৫৫। যা মোট সংখ্যার মাত্র ০.২৯ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭৩ শতাংশ। যা গত ৬২ দিনের মধ্যে মাত্র ২ শতাংশ।

যেখানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৮০। যা গত ২১ দিনের থেকে ১ শতাংশ নীচে রয়েছে।স্বাস্থ্য মন্ত্রক বলছে, দেশে এই মুহূর্তে রিকোভারি রেট ৯৮. ৩৫ শতাংশ হয়ে গিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে যে, ভারতে শনিবার করোনা ভাইরাসের আছে কিনা দেখতে ১২,২৬,০৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখনও পর্যন্ত মোট ৬৪,৭২,৫২,৮৫০ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তবে কেরল নিয়ে উদ্বেগ বাড়ছে। ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে কেরলেই আক্রান্ত হয়েছে ২৭৯৬ জন।

আর মৃতের সংখ্যা সে রাজ্যে ৫২ জন।আর এর মধ্যেই গত ২৪ ঘন্টায় যে মৃতের সংখ্যা দেশে বেড়েছে তা বিহারের উপরে। বেশ কিছু তথ্য ভুল আসছিল।

আর তা ঠিক করায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে হল ২ হাজার ৭৯৬। যার মধ্যে বিহারে মৃতের সংখ্যা ২ হাজার ৪২৬। কেরলে ২৬৩।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *