ব্যুরো রিপোর্ট: দেশে দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ল করোনামুক্তের সংখ্যাও। ৫৩২ দিনে সর্বনিম্ন সক্রিয়ের সংখ্যা হল ভারতে। রবিবারের করোনা আপডেটেও দৈনিক সংক্রমণ গোটা দেশে ১০ হাজারের উপরেই রয়েছে। করোনামুক্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যা শনিবার কমল অনেকটাই।
করোনা মহামারী হানা দেওয়ার ২০ মাস পরেও সংক্রমণ জারি থাকলেও সামগ্রিকভাবে সংক্রমণের ভয়াবহতা একটু কমেছে।রবিবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৪৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গতকালের তুলনায় এই সংখ্যা খানিকটা বেশি। গতকাল সংখ্যাটা ছিল ১০ হাজার ৩০২। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৪১৩।দেশে মৃতের সংখ্যাও এদিন গতদিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।
গত সপ্তাহে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। এ সপ্তাহ শেষে সেই মৃত্যুমিছিল অবশ্য সেই তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিন মৃত্যু হয়েছে ৩১৩ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ২৬৭।
তবে দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখনও সেই জায়গায় করোনায় মৃতের পরিসংখ্যান নেমে আসেনি। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৫,৬৬২ জনের।করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল।
কিন্তু কেরলের গ্রাফ আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। উৎসবের মরশুম শেষে করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। তবে দেশে সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ।
গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে। করোনা সংক্রমণ ১০-১১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২২ হাজারে নেমে এসেছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ২২ হাজার ৭১৪।
৫৩২ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২,৩২৯ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৩৭। ৯৯ শতাংশ করোনা মুক্ত হয়েছে।
১ শতাংশেরও কম সক্রিয় রয়েছে দেশে। দৈনিক সংক্রমণের হার ০.৯৮ শতাংশ। এই মুহূর্তে দেশের অর্ধেকের বেশি সংক্রমণ শুধু কেরালায়। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।