ফের রান্নার গ্যাসের দামে আগুন, সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৪ টাকা

ফের রান্নার গ্যাসের দামে আগুন, সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৪ টাকা

ব্যুরো রিপোর্ট: আজ ১ মার্চ। চলতি অর্থবর্ষের শেষ মাস। শেষ মাসেই ফের রান্নার গ্যাসের দামে আগুন। আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে এবার ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেটাও নেহাত কম নয় এক ধাক্কায় ২৪ টাকা দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের।মার্চ মাস শুরু হল আজ থেকে।

এটাই চলতি অর্থবর্ষের শেষ মাস। সব সংস্থায় এখন সারা বছরের লাভ ক্ষতির হিসেব নিকেষ চলছে। তারমধ্যে হঠাৎ করে রান্নার গ্যাসের এক ধাক্কায় ২৪ টাকা বেড়ে যাওয়া যাকে বলে সাধারণ মানুষের পকেটে জোর ধাক্কা। ১৪ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও।

১৯ কেজির রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। একেবারে ২৪ টাকা বাড়ানো হয়েছে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম। আর ১৪ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা।হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তাতেও আখেরে ক্ষতি হবে আম জনতার। কারণ বাইরের খাবার কিনতে মোটা টাকা খরচ করতে হবে । এই নিয়ে তুমুল চাপ বাড়ছে সাধারণ মানুষের। মূল্যূবৃদ্ধি নিয়ন্ত্রণে একের পর এক রেপোরেট বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও কি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। জিডিপি বৃদ্ধিও অত্যন্ত মন্থর গতিতে হচ্ছে বলে জানা গিয়েছে।

নতুন অর্থবর্ষে দেশের আর্থিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে অর্থনীতিবিদরা।রান্নার গ্যাসের দাম অর্থাৎ ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে। তার জেরে কলকাতায় এখন রান্নার গ্যাসের দাম হয়েছে ১১২৯ টাকা।

এর আগে ১৪ কেজির ভর্তুকীহীন গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১০৫৩ টাকা। রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১১০৩ টাকা। এর আগে দাম িছল ১০৫৩ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১১০২ টাকা। আগে দাম ছিল ১০৫২ টাকা। আর চেন্নাইয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১১১৮ টাকা।

আগে দাম ছিল ১০৬৮ টাকা।একই ভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ২৪ টাকা বেড়েছে। এবং তার জেরে কলকাতা, চেন্নাই সহ দেশের একাধিক মেট্রো শহরে বেড়েছে ১৯ কেজির সিলিন্ডারের দাম। প্রায় ২০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

কলকাতার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ২২১৯ টাকা। আগে দাম ছিল ১৮৬৯ টাকা। আবার দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২১১৯ টাকা। আগে দাম ছিল ১৭৬৯ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ২০৭১ টাকা। আগে দাম ছিল ১৭২১ টাকা। চেন্নাইয়ে দাম বেড়ে হয়েছে ২২৬৭ টাকা। আগে দাম ছিল ১৯১৭ টাকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *