৩৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা! সাইক্লোনের প্রভাবে কতটা বিপর্যয়ের আশঙ্কা বাংলায়?

৩৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা! সাইক্লোনের প্রভাবে কতটা বিপর্যয়ের আশঙ্কা বাংলায়?

ব্যুরো রিপোর্ট:  ধেয়ে আসছে সাইক্লোন অমনি! বছরের প্রথম ঘুর্ণিঝড় এটি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড় আগামী ২১ তারিখ আরও শক্তি পাকিয়ে আছড়ে পড়বে। আর তা আন্দামান নিকোবরের কাছে আছড়ে পড়বে বলে আশঙ্কা হাওয়া অফিসের।

শুধু তাই নয়, আন্দামান-নিকোবর হয়ে সেটি বাংলাদেশ এবং মায়ানমারের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস। যদিও শেষ মুহূর্তে সাইক্লোন অমনি কোন পথে খেলা তবে এই ঝড়ের যে অভিমুখ তাতে স্পষ্ট সেটি আন্দামানের দিকেই অভিমুখ! তবে এবার এই যাত্রায় বাংলা বেঁচে যাচ্ছে বলেই মনে করছে আবহাওয়াবিদরা।

তাঁরা বলছেন, পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলের দিকে আসবে না। হয় মিয়ানমার কিংবা মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিক। ২২ মার্চ সকালের দিকে সেটি বাংলাদেশ এবং উত্তর মিয়ানমার উপকূলের কাছে গিয়ে পৌঁছবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

কিন্তু তাও গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।সাইক্লোন আছড়ে না পড়লেও বাংলায় গরম আরও বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে! হাওয়া অফিসের দাবি, নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে।

আর এজন্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি মৌশম ভবনের পূর্বাভাস কলকাতায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু না।

আজ দোল পূর্ণিমা। আগামীকাল হোলি! রঙের উৎসবে মেতে উঠবে বাংলা। তবে এবার রঙের উৎসব রীতিমত গরমের মধ্যেই কাটাতে হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুদিন ভালোই গরম থাকবে। রোদে অস্বস্তি থাকবে।

তবে এই নিম্নচাপের কারণে গরম এভাবে বাড়তেই থাকবে।তবে ঝড়ের কারণে প্রশাসনের তরফে ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। এনআইএ’তে প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ইতিমধ্যে একাধিকমন্ত্রক,

এনডিআরএফ সহ বিভিন্ন এজেন্সির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দফায় দফায় সেই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আন্দামান নিকোবরের প্রশাসনিক

কর্তাদের সঙ্গেও আগাম ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক সেরেছেন কেন্দ্রীয় সচিব। ঝড়ের মোকাবিলা কীভাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *