৫ ডিসেম্বর থেকে শুরু এবারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

৫ ডিসেম্বর থেকে শুরু এবারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

রিপোর্ট -দেবাঞ্জন দাস: আগামী ৫ ডিসেম্বর বিকাল ৪ টে নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন এবারের ২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। বুধবার একথা ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বিরবাহা হাসদা, রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এবারে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে মোট ২৩ টি জায়গায় ২১৯ টি ছবি দেখানো হবে। এবারই প্রথম চিরাচরিত হলের পাশাপাশি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন হল গুলিতেও ছবি দেখানো হবে।

নন্দন ১, ২,৩ , রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, নজরুলতীর্থ ১,২, নবীনা, সাউথ সিটি, স্টার থিয়েটার, প্রাচী, মিনার, বিজলী, মেনোকা, অজন্তা, মানি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট মল, নিউ এম্পায়ার – এ ছবি দেখানো হবে।

সব মিলিয়ে ১৫৯০ টি চলচ্চিত্র জমা পড়েছে , তার মধ্যে কম্পিটিশন ক্যাটাগরিতে নমিনেশন হয়েছে ৭২ টি ফিচার এবং ৫০ টি শর্ট – ডকুমেন্টারি , ৯৭ টি নন কম্পিটিশন ক্যাটাগরিতে, ৩৯ টি দেশ থেকে অংশগ্রহণ করা হয়েছে।

এবারের ফোকাস কান্ট্রি স্পেন। সেখানকার ৬ টি ছবি দেখানো হবে।
উদ্বোধনী ছবি ” দেয়া -নেয়া ” দেখানো হবে উদ্বোধনের পরে। ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন থাকবে বিভিন্ন প্যানেল ডিসকাশন, মাস্টার ক্লাস, প্রদর্শনী, সিনে আড্ডা আরো অনেক কিছু।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *