তৃণমূল কংগ্রেস নেতা খুন

তৃণমূল কংগ্রেস নেতা খুন

ব্যুরো রিপোর্ট:  ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি। এসএসকেএমে নিয়ে এলে ভোররাতে মৃত্যু। নিহত অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। ‘তিনটি বাইকে চেপে ৮-৯ জন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়’।

মাথায়, পেটে ও কাঁধে গুলি লাগে। মাসতিনেক আগেও হামলা চালানো হয় মহরম শেখের উপর। স্থানীয় দুই দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রউফের নেতৃত্বে হামলার অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *