মহারাষ্ট্রে পালাবদলের পরই পাওয়ারের বিরুদ্ধে আয়করের নোটিস, সেটিকে ‘প্রেমপত্র’ বলে মন্তব্য প্রবীণ নেতার

মহারাষ্ট্রে পালাবদলের পরই পাওয়ারের বিরুদ্ধে আয়করের নোটিস, সেটিকে ‘প্রেমপত্র’ বলে মন্তব্য প্রবীণ নেতার

ব্যুরো রিপোর্ট:  মহারাষ্ট্রের ‘মহাবিকাশ আগাড়ী’ জোটের মরিয়া চেষ্টা করেছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে ব্যর্থ হন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে।

এই পালাবদলের কয়েকঘন্টার মধ্যেই এনসিপি প্রধানের বিরুদ্ধে ‘নির্বাচনী হলফনামায় গরমিলের’ অভিযোগ তুলল আয়কর দপ্তর। ইতিমধ্যে তাঁকে নোটিসও পাঠানো হয়েছে।

অবশ্য এই নোটিসকে ‘প্রেমপত্র’ বলেছেন পাওয়ার।নেটমাধ্যমে এই নোটিস নিয়ে পাওয়ার লিখেছেন, ‘২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ সালে দাখিল করা নির্বাচনী হলফনামার বিষয়ে আমি আয়কর দফতর থেকে একটি প্রেমপত্র পেয়েছি।‘

সঙ্গে তিনি লিখেছেন, ‘২০০৪ সালে আমি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম। ২০০৯ সালেও। এর পরে আমি ২০১৪ সালে রাজ্যসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। ২০২০ সালেও রাজ্যসভা ভোটে লড়েছি।

এখন এ সংক্রান্ত হলফনামার নোটিস এসেছে। সৌভাগ্যক্রমে আমার কাছে সমস্ত তথ্য রয়েছে।‘ ইতিমধ্যে বিরোধীরা কেন্দ্রীয় তদন্ত সংস্থার দ্বারা তাঁদের উপর ‘রাজনৈতিক হিংসা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। এর মধ্যে মহারাষ্ট্র সরকারের পালাবদলের পর এনসিপি প্রধানের বিরুদ্ধে নোটিস দেওয়া হল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *