ব্যুরো রিপোর্ট: এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় সামান্য কুয়াশা। সঙ্গে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অনেক শহরেই ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে দিয়েছে। তবে বাংলার কোথাও আপাতত বেশি শীতের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। ভোরে কুয়াশা দেখা দেবে।
এছাড়াও আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ৬ নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। ভোরের দিকে হাল্কা শীতের আমেজ বজায় থাকবে।
এদিন সকালে দক্ষিণবঙ্গের অনেক শহরেই তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির কম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে।
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের আমেজ অনুভূত হবে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৭)
বালুরঘাট (১৮.২)
বাঁকুড়া (১৮)
ব্যারাকপুর (২০)
বহরমপুর (২১)
বর্ধমান (১৮.৮)
ক্যানিং (২১.৪)
কোচবিহার (১৬.৩)
দার্জিলিং (৮.৫)
দিঘা (২০.৮)
কলকাতা (২১.৫)
মালদহ (২০.৯)
পানাগড় (১৭.১)
পুরুলিয়া (১৮.১)
শিলিগুড়ি (১৬.৪)
শ্রীনিকেতন (১৭)
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ আবস্থান করছে। আগামী দিন তিনেকে তা উত্তর-উত্তর-পশ্চিমে সরবে এবং আরও স্পষ্ট অবস্থান নেবে।
দক্ষিণ অন্ধ্রপ্রদেশর উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু উপকূলের মধ্যে একটি অক্ষরেখা অবস্থান করছে।
যার জেরে আগামী ৫ দিন দক্ষিণ কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ মারাঠাওয়াড়ায়-সহ দক্ষিণের রাজ্যগুলির বিভিন্ন জায়গকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে,
কেরল, উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, রায়ালসীমায়। এছাড়া দেশের পশ্চিম, পূর্বে, উত্তর-পূর্বে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে।