‘বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে’, মন্তব্য দিলীপ ঘোষের

‘বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে’, মন্তব্য দিলীপ ঘোষের

ব্যুরো রিপোর্ট:  সোমবার অধিবেশন শুরুর দিনেই বিধানসভায় ঘটে নজিরবিহীন ঘটনা। বিজেপি বিধায়কদের ওয়েলে নেমে বিক্ষোভের কারণে অধিবেশন সূচনার উদ্বোধন বক্তব্য রাখতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করার পরেও সম্পুর্ণ বক্তব্য রাখতে পারেননি রাজ্যপাল। ভাষণের প্রথম এবং শেষ লাইন পরেই বেরিয়ে যান তিনি। আর এ নিয়েই বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে।

প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে। যারা সংসদে রুল বুক ছেঁড়েন, এখন তাঁরা গণতন্ত্র শেখাতে এসেছেন।

বাংলায় বিরোধিদের কোথাও কথা বলার অধিকার নেই। সেই কারণেই বিধানসভায় বলা হয়েছে।’এর পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘দিলীপবাবুর রাজনৈতিক অভিজ্ঞতা এত কম যে উনি অনেক কিছুই জানেন না।

যখন কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় ছিল, বিজেপি ছিল বিরোধী আসনে। তখন ওয়েলে নেমে বিশৃঙ্খলা প্রচুর হয়েছে। সেই সময় দিলীপবাবু হাফ প্যান্ট পরে আরএসএস করতেন, তাই উনি সেসব জানেন না।’

সঙ্গে তিনি বলেছেন, আগেও বিধানসভায় এবং সংসদে বিক্ষোভ হয়েছে। তবে গতকালের ঘটনা সীমা ছাড়িয়ে গিয়েছে। রাজ্যপাল যখন ভাষণ দিচ্ছিলেন তখন বিক্ষোভ হলেও তা কিছুক্ষণ পর থেমে যেত। কিন্তু সোমবার বিধানসভায় যা হয়েছে তা নজিরবিহীন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *