সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: চতুর্থ দিনে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, সামাজিক ন্যায়বিচার রিপোর্ট পেশ

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: চতুর্থ দিনে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, সামাজিক ন্যায়বিচার রিপোর্ট পেশ

ব্যুরো রিপোর্ট:  বুধবার লোকসভায় পাশ হয়ে গিয়েছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (রেগুলেশন) বিল। তবে এরই মধ্যে সরকারের তরফ থেকে ইন্টারনেটে বড় প্রযুক্তির প্ল্যাটফর্মের আধিপত্য নিয়ে অবস্থান জানানো হয়েছে।

এদিকে এদিন সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থদিনে রাজ্যসভায় ওবিসি সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পেশ হতে চলেছে। লোকসভায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ২৬ তম রিপোর্ট এদিন পেশ করা হবে।

রায়ায়নিক এবং সার মন্ত্রকের বন্ধ এবং রুগন সার ইউনিটের পুনরুজ্জীবন সংক্রান্ত কমিটির ১৮ তম রিপোর্ট (সপ্তদশ লোকসভা)-এর ওপর ভিত্তি করে সরকারের ২৪ তম গৃহীত পদক্ষেপের রিপোর্ট এদিন সংসদে পেশ করা হবে।

কেন্দ্রীয় স্বাস্খ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ত রিসার্চ অ্যামেন্ডমেন্ট বিল ২০২১ পেশ করবেন।১৯৩ ধারায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।এদিন রাজ্যসভায় লোকসভা পাশ হওয়া বাঁধের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপরে বিল নিয়ে আলোচনা হবে।

বিলটি পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বাঁধগুলিতে নজরদারি, পরিদর্শন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদে কাজ চালানো নিশ্চিত করতে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডে ওবিসিদের প্রতিনিধিত্ব সুরক্ষিত করতে এবং তাদের কল্যাণের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে রাজ্যসভায়।তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সংসদে বলা হয়েছে,

সরকার ইন্টারনেটে বিভিন্ন বড় প্রযুক্তির প্ল্যাটফর্মের অধিপত্যের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সচেতন। বিষয়টি মোকাবিলা করতে সরকার সক্ষম বলেও জানানো হয়েছে।

সরকার বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যস্থতাকারীদের সঙ্গে রয়েছে। বর্তমানে এব্যাপারে নতুন কোনও আইন প্রণয়নের প্রস্তাব নেই বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *