যোগ গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে, বিশ্ব যোগ দিবসে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী মোদীর

যোগ গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে, বিশ্ব যোগ দিবসে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ব্যুরো রিপোর্ট: বিশ্বযোগ দিবসে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের ১৮০টি দেশ এই যোগ দিবস উদযাপন করছেন। বিদেশ সফরে থেকেও দেশবাসীকে বিশ্ব যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি ভিডিও বার্তায় বলেছেন , যোগ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে।গোটা বিশ্ব একটি পরিবারে পরিণত হয়েছে এই যোগ দিবসের সুবাদে। আমেরিকাতেও যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর অভ্যর্থনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউইয়র্কে ব্যালেরিনার মাধ্যমে যোগাসন প্রদর্শন করা হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে।বুধবার তিনি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের হেডকোয়ার্টারে যাবেন। সেখানে বিশ্বের ১৮০টি দেশের নেতাকে যোগাসন নিয়ে সচেতন করবেন।

তাঁদের বোঝাবেন যোগাসনের গুরুত্ব কতটা জীবনে। আজ গোটা বিশ্বের এই যোগ দিবস উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় যোগাসন শুরু করে দিেয়ছেন নেতা মন্ত্রীরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে যোগাসন ছড়িয়ে পড়েছে।

যোগীসনের জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বযোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাসুদেব কুটুম্বকম অনুসরণ করে গোটা দেশে যোগাসন করছেন মানুষ।

শরীর সুস্থ রাখতে যোগাসন অত্যন্ত জরুরি।ভারতের ঋষিমুনিরা বলে গিয়েছিলেন যোগাসনই একতা আনে। গোটা বিশ্বে যোগাসনের মাধ্যমে একতা তৈরি হতে শুরু করেছে। গোটা বিশ্বই এক পরিবার হয়ে উঠেছে যোগাসনের কারণে। আজ রাষ্ট্রপুঞ্জে বিশেষ অনুষ্ঠােন ১৮০টি দেশ যোগাসনে অংশ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *