মোদি সরকারের উন্নয়নের এজেন্ডায় উত্তর-পূর্বাঞ্চল, দাবি করলেন গিরিরাজ সিং

মোদি সরকারের উন্নয়নের এজেন্ডায় উত্তর-পূর্বাঞ্চল, দাবি করলেন গিরিরাজ সিং

ব্যুরো রিপোর্ট:  ”দেশের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে শুধু মাত্র সুচিন্তিত পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।এর আগে কোনো কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে ভাবে নি।” বক্তা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং।

শনিবার তিনি রাজ্য সফরে এসে একথা বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, নরেন্দ্র মোদি সরকার ব্যতীত বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের এজেন্ডায় ছিলো না উত্তর-পূর্বাঞ্চল।

তারা এটা বুঝতে পারেনি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়নও থমকে যাবে।মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরই উত্তর-পূর্বাঞ্চল নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করছে মোদি সরকার বলেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং।

তিনি প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরার উন্নয়নের জন্যই কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসেছেন।তিনি এসেছেন একই উদ্দেশ্যে।ত্রিপুরা সহ গোটা উত্তর;পূর্বাঞ্চলের উন্নয়নের জন্যই মোদি সরকার বদ্ধ পরিকর। এদিন বিকালে সরকারি অতিথি শালায় রাজ্য মন্ত্রী সভার সদস্যদের সঙ্গে রিভিউ মিটিং করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *