ব্যুরো রিপোর্ট: ভোরে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত এলাকা।। এদিন ভোর রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে মিজোরামের তেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১২ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।ভোর ৫.১৫, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। এমনটাই জানিয়েছেন ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজিকাল সেন্টার।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭৪ কিমি পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যা সংলগ্ন অসম, ত্রিপুরা বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের একটা বড় অংশে অনুভূত হয়েছে।
এই ভূমিকম্প প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল বলেও জানানো হয়েছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটি হয়েছে ভোর ৫.১৫ নাগাদ।
ভারতের এই সংস্থা দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ করে থাকে। তারা জানিয়েছে মিজোরামের তেনজন থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ১২ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
ভূমিকম্প অনুভূত হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এমন কী কলকাতাতেও। কম্পন অনুভূত হতেই অনেকেই ঘুম চোখে বেরিয়ে পড়েন ঘর থেকে।
এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের প্রায় সর্বত্র। সেখানকার স্থানীয় সময় ভোর ৫.৪৫ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। দক্ষিণে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, ঢাকা, নোয়াখালি, খুলনা, ফেনি, বাগেরহাট, কুড়িগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে।