রেল-মেট্রো স্টেশন, বাস টার্মিনাসে টিকাকেন্দ্র খোলার পরামর্শ কেন্দ্রের

রেল-মেট্রো স্টেশন, বাস টার্মিনাসে টিকাকেন্দ্র খোলার পরামর্শ কেন্দ্রের

ব্যুরো রিপোর্ট:  এ বার বড় শহরের ব্যস্ত মোড়ে, গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশনগুলিতে এবং বাস টার্মিনাসে শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাগুলিতে টিকাকরণ কেন্দ্র খোলার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র।

পাশাপাশি, আজ একটি আলোচনাচক্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়ে দেন, স্কুল-কলেজ খুলে গেলেও ছোটদের টিকা বাজারে আনা নিয়ে সরকার কোনও তাড়াহুড়ো করবে না।

দেশের ৯৪ কোটি প্রাপ্তবয়স্ককে নভেম্বর মাসের মধ্যে কোভিডের টিকার অন্তত একটি ডোজ় দেওয়ার পরিবর্তিত কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র। কিন্তু আজ রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান,

পূর্ণবয়স্কদের মধ্যে এখনও প্রায় কুড়ি শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ় পাননি। তাঁদের দ্রুত টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য রাজ্যগুলিকে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। টিকাকরণের হার বাড়াতে চলতি মাসেই

‘হর ঘর দস্তক’ কর্মসূচি শুরু করেছে কেন্দ্র, যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সবাই টিকা নিয়েছেন কি না, তা খতিয়ে দেখবেন। যাঁরা টিকা নেননি, তাঁদের বুঝিয়ে টিকাকেন্দ্রে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের।

এরই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের ব্যাখ্যা, সাধারণত ট্রেন ও বাসের মাধ্যমেই দূরের মানুষেরা বড় শহরে আসেন। তাঁদের জন্য স্টেশন ও বাস টার্মিনাসে টিকা দেওয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি রাজ্যগুলিকে জনাকীর্ণ এলাকায়

‘রোকো অওর টোকো’ অর্থাৎ ‘দাঁড় করাও আর প্রশ্ন করো’ কর্মসূচি চালু করতে বলা হয়েছে। এতে যাঁরা টিকা পাননি, তাঁদের চিহ্নিত করে টিকা নিতে আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে দেশের যে ৪৫টি জেলায় টিকাকরণের হার পঞ্চাশ শতাংশের কম, সেখানে মানুষের মধ্যে টিকা নিতে অনীহার কারণ চিহ্নিত করে জেলাভিত্তিক পরিকল্পনা তৈরির জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *