ব্যুরো রিপোর্ট: ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল বৃদ্ধর। ঢুকে যেতে বসেছিলেন ট্রেনের তলায়। তবে স্টেশনে উপস্থিত সিআরপিএফ জওয়ানের জন্য প্রাণে বাঁচল ওই বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে।
জানা গিয়েছে, বছর বাহাত্তরের বৃদ্ধ বাদল নাগ পাঁশকুড়া যাওয়ার জন্য ট্রেন ধরতে মেদিনীপুর স্টেশনে এসেছিলেন। কিন্তু বৃদ্ধ ওঠার আগে ছেড়ে দিয়েছিল ট্রেন।
আর চলন্ত অবস্থায় উঠতে গিয়ে হল বিপদ।ট্রেনে উঠতে না পেরে গেটে ঝুলতে দেখা যায় তাঁকে। এর পর মাটিতে পড়ে গিয়ে ট্রেন্রের তলায় যাওয়ার উপক্রম হয়েছিল বৃদ্ধর।
কিন্তু সেই সময় স্টেশনে উপস্থিত সিআরপিএফ জাওয়ান সন্দীপ ধল-এর তৎপরতায় প্রাণে বাঁচেন ওই বৃদ্ধ। এর পর ধাতস্ত হওয়ার পর তাঁকে ট্রেনে তুলে দেন সিআরপিএফ জওয়ান।