আমি জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?: দিলীপ ঘোষ

আমি জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?: দিলীপ ঘোষ

ব্যুরো রিপোর্ট:  রাজ্যের বিধানসভা ভোটে পরাজয়ের পর বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করেন তথাগত রায়। দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় ও বিজেপির মহিলা পার্থীদেরও আক্রমণ করেন তিনি।

এর ফলে একাধিকবার দলকে অস্বস্তিতে ফেলেছেন তিনি।তবে শুক্রবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে তথাগত রায় প্রসঙ্গে কোনও গুরুত্ব দিলেন না বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বরং দল থেকে বহিষ্কৃত সুরজিৎ সাহাআর প্রসঙ্গ টেনে তিনি বলেন,

‘কেউ পদে থেকে, পার্টির দায়িত্ব নিয়ে যদি বিশৃঙ্খলতা করে এবং উল্টোপাল্টা বলে, তবে দলের বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছে। সমর্থকরা বলছে। তাতে লোকে কেউ বেশি গুরুত্ব দেন না। কিন্তু একজন পদাধিকারী যখন একথা বলছে,

তখন দল সিদ্ধান্ত নিয়েছে। পদে থেকে বিশৃঙ্খলতা করলে, দল তাঁকে পদ থেকে মুক্ত করবে। যাঁর কোনও পদ নেই তাঁকে কী মুক্ত করবে! আমি জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?’ বৃহস্পতিবার নেটমাধ্যমে তথাগত রায় লিখেছিলেন,

‘তৃণমূলের এক অগ্রগণ্য ল্যাম্পপোস্ট বলেছেন,“এ রাজ্যে বিজেপি কোনো প্রতিপক্ষই নয়”। কেন এমন অবস্থা হল তা নিয়ে বিশ্লেষণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ,

এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দুদিনের চিন্তন বৈঠক দরকার। এটি বিজেপির পরম্পরারই অন্তর্গত।গতানুগতিক মিটিং-মিছিল-বনধ করলে হবে না।’ অবশ্য তাঁর সমালচনাকে গরত্ব দিতে নারাজ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *