আসানসোলের বারাবনিতে অগ্নিমিত্রার গাড়িতে হামলা! বালিগঞ্জে সাউথ পয়েন্ট বাবুলকে ঢুকতে বাধা

আসানসোলের বারাবনিতে অগ্নিমিত্রার গাড়িতে হামলা! বালিগঞ্জে সাউথ পয়েন্ট বাবুলকে ঢুকতে বাধা

ব্যুরো রিপোর্ট:  কোম্পানির ওপরে কোম্পানি আধাসামরিক বাহিনী দিয়ে উপনির্বাচন হচ্ছে আসানসোল এবং বালিগঞ্জে । তবুও বিতর্ক এড়ানো গেল না। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বুথে গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন। অন্যদিকে বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় বাহিনী সাউথ পয়েন্ট স্কুলের বুথে ঢুকতে দেয়নি বলে অভিযোগ।

উভয় ঘটনাতেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।এদিন সকাল থেকে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। সেখানে বিজেপি পোলিং এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেখানে ২৪১ নম্বর বুথে রাজ্য পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ করেন বুথের মধ্যে রাজ্য পুলিশ রয়েছে।

রাজ্য পুলিশকে তৃণমূলের চটিচাটা বলেও অভিযোগ করেন তিনি। এরপর বুথের বাইরে জড়ো হওয়া লোকজনকে ধাওয়া করেন অগ্নিমিত্রা পাল।বারবনিতে বুথে বুথে ঘোরার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রা পালের অভিযোগ, বারাবনির ১৭৫ নম্বর বুথে বাঁশ নিয়ে হামলা করা হয়। তাঁকে ধাক্কা দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে তাঁর গাড়ি বের করে নিয়ে যান।

পিছন থেকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করা বেশ কয়েকজন ইট ছোঁড়েন। এদের অভিযোগ অগ্নিমিত্রা পাল গুণ্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে হায় হায় স্লোগানও দেন তিনি। এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

বুথে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগও করেন বিজেপি প্রার্থী।এদিন সকালে বালিগঞ্জের পাঠভবন এবং সাউথ পয়েন্ট স্কুলে উত্তেজনা দেখা দেয়। পাঠভবন স্কুলের ভিতরে কেন কলকাতার পুলিশের কর্মীরা তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের থাকা নিয়ে নির্বাচনী বিধির কথা বলেন বিপি প্রার্থী। অন্যদিকে বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।নির্বাচন কমিশন বারাবনির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তবে বিজেপি প্রার্থী যে অভিযোগ করেছেন, প্রিসাইডিং অফিসার ছিলেন,

তা নিয়ে বলেছে কিছুক্ষণের জন্য তিনি বাইরে গিয়েছিলেন। সেই সময় দায়িত্বে ছিলেন ফাস্ট পোলিং অফিসার। পাশাপাশি নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে বুথের মধ্যে ঢোকার ব্যাপারেও বিজেপি প্রার্থীকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে বাবুল সুপ্রিয়কে সাউথ পয়েন্ট স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ নিয়েও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *