টাকার দামে সর্বকালীন পতন, ডলারের তুলনায় ০.২৫ শতাংশ পড়ল টাকার দাম

টাকার দামে সর্বকালীন পতন, ডলারের তুলনায় ০.২৫ শতাংশ পড়ল টাকার দাম

ব্যুরো রিপোর্ট:  ফের টাকার দামে রেকর্ড পতন। ডলারের তুলনায় ৮১ মার্ক পড়েছে টাকার দাম। এই প্রথম এতটা টাকার দাম পড়ল। গত কয়েকদিন ধরেই নিম্নমুখী টাকার দাম। কিন্তু শুক্রবার একটু বেশিই পড়েছে টাকার দাম। আগে কখনো এতটা পড়েনি। প্রায় ২.৫১ শতাংশ পতন হয়েছে টাকার দামে।ফের টাকার দামে পতন। গত কয়েক দিন ধরেই লাগাতার টাকার দাম পড়ে চলেছে। সপ্তাহের শেষেও অনেকটাই পড়ল টাকার দাম।

শুক্রবার বাজার খুলতেই টাকার দাম পড়কে শুরু করেছিল। ধাপে ধাপে নামতে নামতে অনেকটাই পড়েছে টাকার দাম। ডলারের তুলনায় ৮১ মার্ক পড়েছে টাকার দাম। এই প্রথম এত বেশি পড়ল টাকার দাম। যদিও মার্কিন মুলুকে শেয়ার বাজার এক ধাক্কায় অনেকটাই চড়েছে। তার জেরেই টাকার দামে এই বিপুল পতন বলে মনে করা হচ্ছে।

টাকার দামে লাগাতার পতনে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে। গত কয়েক মাসে শেয়ার বাজারে লাগাতার ধাক্কা এসেছে। মন্দায় জর্জরিত শেয়ার বাজার। দালাল স্ট্রিটের মুখে হাসি ফোটা এখন বিরল হয়ে গিয়েছে। তার মধ্যে টাকার দামে লাগাতার পতনে বড় ধাক্কা খেয়েছে বৈদেশিক বাণিজ্য। টাকার দাম ডলারের তুলনায় গত ১ সপ্তাহ ধরে লাগাতার পড়তে শুরু করেছে।

তার প্রভাব যে বৈদেশিক বাণিজ্যে পড়ছে ততে কোনও সন্দেহ নেই।টাকার দামে পতন হলেই যে শেয়ার বাজারে ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই শেয়ার বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। সপ্তাহের শেষ দিনে শেয়ার বাজারখুব একটা লাভের মুখ দেখেনি। গত সপ্তাহেও এই নিয়ে মন্দা দেখেছে শেয়ারবাজার।

প্রশ্ন উঠতে শুরু করেছে টাকার দামে লাগাতার পতনের পরেও কেন আরবিআই কোনও পদক্ষেপ করছে না। রিজার্ভ ব্যাঙ্ক কেন টাকার দাম ধরে রাখতে নিয়ন্ত্রণ করছে না আর্থিক পরিস্থিতি। এদে দেশে মুদ্রাস্ফীতি আরও চরম আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

এদিকে একাধিক অর্থনৈতিক সংস্থা জিডিপি গ্রোফ কমানোর দিকেই ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ভারতের জিডিপি গ্রোথ ৭.২শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে। ২০২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথের পূর্বাভাস প্রথমে ৭.২ রেখেছিল তারা। কিন্তু সম্প্রতি সেটা কমিয়ে ৭ শতাংশ করে দিয়েছে তারা। এর থেকেই স্পষ্ট দেশের আর্থিক গ্রোথ খুব একটা ইতিবাচক অবস্থায় নেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *