ব্যুরো রিপোর্ট: প্রয়াত হলেন সংগীত শিল্পী অনু মল্লিকের মা বিলকিশ মালিক। রবিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ‘দাদিজান’-এর মৃত্যুতে নেটমাধ্যমে আবেগঘন বার্তা লিখলেন আরমান ও আমাল মালিক।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিলকিশ মালিক। ভর্তি ছিলেন হাসপাতালে। কিন্তু সপ্তাহখানেক ধরে যুদ্ধের পরও শেষ রক্ষা হল না। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আর্মান তাঁর প্রয়াত ‘দাদিজান’-এর উদ্দেশ্যে নেটমাধ্যমে লিখেছেন, ‘আমার বেস্ট ফ্রেন্ডকে আজ হারিয়ে ফেললাম। আমার দাদিজান। এই ক্ষতি কখনওই পূরণ হবার নয়।
যে শূন্যতা তিনি তৈরি করে দিয়ে গেলেন তা শূন্যই থেকে যাবে আজীবন। আমি ভাগ্যবান জীবনের অনেকটা সময় তোমার সঙ্গে কাটাতে পেরেছি। তোমার ভালবাসা, আদর, চুমু… সব পেয়েছি। আল্লাহ, আমার এঞ্জেল এখন তোমার আশ্রয়ে’