শতবর্ষ উৎযাপনের অংশ হিসাবে এক অভিনব উদ্যোগ শুরু হল ভিক্টোরিয়া মেমোরিয়ালে

শতবর্ষ উৎযাপনের অংশ হিসাবে এক অভিনব উদ্যোগ শুরু হল ভিক্টোরিয়া মেমোরিয়ালে

ব্যুরো রিপোর্ট:  শতবর্ষ উৎযাপনের অংশ হিসাবে এক অভিনব উদ্যোগ শুরু করল ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। ঐতিহাসিক এই স্থাপত্যকে কেন্দ্র করে রয়েছে প্রায় ৫৭ একর বিশাল উদ্যান।

সেখানে রয়েছে বিভিন্ন জাতির বিভিন্ন গাছ। আর সেই গাছগুলি কোন প্রজাতির তা জানতে পারবেন আপনিও।সোমবার, ৭ মার্চ থেকে ‘নেচার ওয়াক’ বা বনভ্রমণ শুরু হল ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

যেখানে সপ্তাহে একদিন একজন প্রকৃতি বিশেষজ্ঞ আপনাকে ঘুরিয়ে দেখাবেন বিশাল উদ্যানটি। সেখানে লাগানো গাছ সম্পর্কে আপনাকে নানান তথ্য জানাবেন তিনি।

প্রতি সপ্তাহে সোমবার বনভ্রমণের আয়োজন করা হবে। এতে অংশ নিতে গেলে আগে থেকে নাম নথিভুক্ত করাতে হবে। দিনে ২৫ জন এই বনভ্রমণে অংশ নিতে পারবেন।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানে দেশি-বিদেশি ৬৩ প্রজাতির ১১২৩টি গাছ রয়েছে। প্রতি বছর ৬০ থেকে ৭০টি গাছ লাগানো হয় সেখানে। সেই সম্পর্কে নানা রকম তথ্য জানার সুযোগ থাকবে আপনার কাছেও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *