রাশিয়ার মেজর জেনারেলকে হত্যা করল ইউক্রেন, কী করবেন পুতিন?

রাশিয়ার মেজর জেনারেলকে হত্যা করল ইউক্রেন, কী করবেন পুতিন?

ব্যুরো রিপোর্ট:  রাশিয়ার মেজর জেনারেলকে হত্যা করল ইউক্রেন। ইউক্রেনের গোয়েন্দা বিভাগের তরফ থেকে এমনই কা জানানো হয়েছে। ইউক্রেনের হাতে নিহত রাশিয়ার মেজর জেনারেলের নাম ভিটালি জারসিমভ।

এই ঘটনার পরে কি ফুঁসে উঠবেন পুতিন এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ গতকালই মানবিকতার স্বার্থে যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল রাশিয়া।সংঘর্ষ বিরতির পরেই পাল্টা আক্রমণ তীব্র করল ইউক্রেন।

রাশিয়ায় লাগাতার বোমা বর্ষণের মধ্যেই রুখে দাঁড়িয়েছে রাশিয়া। সূত্রের খবর রাশিয়ার মেজর জেনারেলকে হত্যা করা হয়েেছ। এই ঘটনার পর পুতিন কী করবে সেটাই এখন দেখার। রুশ আগ্রাসনের ক্ষিপ্রতা আরও বাড়বে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

গতাকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল রাশিয়া। মানবিক করিডর তৈরির জন্যই এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। এখনও পর্যন্ত সেখান আটকে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা।

ইউক্রেনের সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। তাঁদের ফেরানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মোদী সরকার। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৩৫ মিনিট কথা বলেছেন তিনি। সেখানে ভারতীয় পড়ুয়াদের জন্য সেফ করিডর তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেছেন তিনি।

সেখানে ইউক্রেেনর সঙ্গে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।যুদ্ধ বিরতি শেষ হতেই ইউক্রেনে বোমা বর্ষণ শুরু করে দিয়েছে।

ইউক্রেনের একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিয়েভ থেকে শুরু করে খারকিভ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ইউক্রেনের একাধিক শহরে জল বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। কিন্তু কিছুতেই যুদ্ধ থামাতে রাজি নয় রাশিয়া। একের পর এক এলাকায় বোমা বর্ষণ জারি রেখেছে রুশ সেনা। বিশেষ করে পশ্চিমী দেশগুলির উপরে ফুঁসে উঠেছেন তাঁরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *