ব্যুরো রিপোর্ট: জামাকাপড় পরিস্কার করে কাচতে পারেনি নাবালিকা ভাইজি। সেই জন্য তাঁর উপর ফুটন্ত গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ইতিমধ্যে অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত মহিলার নাম সাফিয়া শেখ। ওই নাবালিকার শরীরে ফোস্কা ও পুড়ে যাওয়ার দাগ দেখতে পান প্রতিবেশীরা। তারপর তাঁরা পুলিশে খবর দিলে ঘটনাটি সামনে আসে।
অভিযুক্ত কাকিমার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ভারতীয় দন্ডবিধি ৩২৬ ধারায় মামালা রুজু করেছে পুলিশ। পুলিশে সূত্রে খবর, ওই নাবালিকার মা মানসিক ভারসাম্যহীন।
সেই কারণে কাকিমার বাড়িতে তাঁকে রেখে আসা হয়েছিল। আর সেখানেই এইরকম নির্যাতনের স্বীকার হতে হল ওই নাবালিকাকে। কাকিমার বাড়িতে আর ফিরে যেতে চান না বলে পুলিশকে জানিয়েছে নাবালিকা।