নিয়ন্ত্রণরেখায় ফের চিনা সেনার প্রবেশ, আটকাল ভারতীয় সেনা

নিয়ন্ত্রণরেখায় ফের চিনা সেনার প্রবেশ, আটকাল ভারতীয় সেনা

ব্যুরো রিপোর্ট:  লাদাখের পর এবার অরুণাচল প্রদেশে ভারত ও চিনের মধ্যে ঘটল সংঘর্ষের ঘটনা। সূত্রের খবর, গতসপ্তাহে প্রায় দু’শো জন চিনা সেনা ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময় তাদেরকে বাধা দেয় ভারতীয় সেনা।

এর পর বেশ কয়েক ঘন্টা সংঘর্ষ হয় তাদের মধ্যে। পরে দুই দেশের সেনার কমান্ডারদের মধ্যস্ততায় সব মিটমাট হয়। এই সংঘর্ষে ভারতের কেউ হতাহত হয়নি বলে সূত্রের খবর। এর আগেও উত্তরাখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল চিনা সেনা।

তবে ভারতীয় সেনার বাধায় তাদের ফিরে যেতে হয়েছিল। তার পর ফের আবার ভারতীয় ভূ-খণ্ডে ঢোকার চেষ্টার অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে। গত ৩০ আগস্টও শতাধিক চিনা সেনা অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছিল ।

প্রশ্ন উঠছে, এত নজরদারি সত্বেও কী করে চিনা সেনারা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতীয় ভু-খণ্ডে প্রবেশ করছে।

ভারতে চিনা সেনার প্রবেশের ঘটনা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপত্র আরিন্দম বাগচী জানিয়েছেন, চিনের আগ্রাসনের কারণেই নিয়ন্ত্রণ রেখায় শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেছেন, এই বিষয়ে দায়িত্বজ্ঞানমূলক আচরণ করবে চিন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *