বাড়ছে দহন জ্বালা, মার্চের মাঝামাঝিই তাপমাত্রা পার করবে ৩৫ ডিগ্রি

বাড়ছে দহন জ্বালা, মার্চের মাঝামাঝিই তাপমাত্রা পার করবে ৩৫ ডিগ্রি

ব্যুরো রিপোর্ট:  গ্রীষ্ম জানান দিতে শুরু করেছে। মার্চের প্রথম দিকে হালকা হালকা শীতের আমেজ থাকলেও যত দিন এগোচ্ছে তত গ্রীষ্মের দহন বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে মার্চ মাসের মাঝামাঝি সময় গিয়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার তরবে তাপমাত্রার পারদ।

অর্থাৎ আরও বাড়বে গরম।গরম হু হু করে বাড়তে শুরু করেছে। ক্রমশ সকাল এবং রাতের দিকের শীতের আমেজ উধাও হতে শুরু করেছে। দিনভর রোদের তেজ বাড়ছে। তারসঙ্গে বাড়ছে গরম। মার্চ মাসে গরম পড়তে শুরু করবে আগেই জানিয়েছিল হাওয়া অফিস।

সেইমত দিনের বেলায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। কিন্তু রাতের দিকে এবং ভোরের তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকত। যার কারণে আরামদায়ক আবহাওয়া অনুভূত হত। সেটা ক্রমশ কমতে শুরু করেছে।

অর্থাৎ তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে।আগামী ৭ দিন নাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আরও চড়বে। এখন দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

আগামী ৭দিন সেই তাপমাত্রার পারদ আরও চড়বে অর্থাৎ ৩৫ ডিগ্রি থেকে তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েক বছরে মার্চ মাসে এতটা পারদ কখনও চড়েনি এবার একটু তাড়াতাড়িই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে রাজ্যে।

১৭ তারিখে দোল উৎসব। তার পরের দিন হোলি। গোটা দেশ রঙের উৎসবে মাতবে। সেদিন দোল খেলার আনন্দে কালঘাম ছুটতে পারে রাজ্যবাসীর। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে হু হু করে। দোলের দিন বেশ ভালই গরম অনুভূত হবে বলে জানা গিেয়ছে।

আলিপুর হাওয়া অফিস আগে থেকেই সেকথা জানিয়ে রেখেছে। ৩৫ডিগ্রি থেকে তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে রাজ্যের তাপমাত্রাফাল্গুন মাস পেরোলেই মূলত ঝড়-বৃষ্টির আবহাওয়া তৈরি হয়।

চৈত্র এবং বৈশাখ মাস জুড়ে চলে ঝড়-বৃষ্টি। ফলে এই দুই মাস গরমের তীব্রতা থাকলেও মাঝে মধ্যে ঝড় বৃষ্টির কারণে আরামদায়ক আবহাওয়া অনুভূত হয়। তাপমাত্রার পারদ নেমে যায় হঠাৎ ঝড়বৃষ্টির কারণে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে অবশ্য এখনও তেমন ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে মার্চ মাসে শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিেকলের দিকে আকাশ কালো করে ঝড়বৃষ্টি আসবে তাতে কোনও সন্দেহ নেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *