করোনা মৃত্যু চারগুণ বাড়ল দেশে, ওমিক্রন হানার মাঝে সক্রিয়ের সংখ্যা বাড়ায় উদ্বেগ

করোনা মৃত্যু চারগুণ বাড়ল দেশে, ওমিক্রন হানার মাঝে সক্রিয়ের সংখ্যা বাড়ায় উদ্বেগ

ব্যুরো রিপোর্ট:  করোনা এক লাফে মৃত্যু চারগুণ বাড়ল ভারতে। ওমিক্রন হানার মাঝে করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ল নতুন করে। করোনার সংক্রমণ গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজার। তবে ১ লক্ষের নিচেই সক্রিয়ের সংখ্যা ভারতে। ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত এই নয়া ভ্যারিয়েন্ট্ নিয়ে উদ্বেদের মধ্যেই শুক্রবার ভারতের করোনা সক্রিয় বাড়ল অনেটকাই।করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। বেঙ্গালুরু থেকে দিল্লি- বহু রাজ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে। সেই আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছিল করোনা।

তবে এদিন ১০ হাজারের গণ্ডির অনেক নিচে সাড়ে ৮ হাজারে নেমে এসেছে করোনার দৈনিক সংক্রমণ। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারের কোটা থেকে এক লাফে বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল।

এদিন তা ফের নেমে এল সাড়ে ৮ হাজারে।ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। এবার চ্যালেঞ্জ ওমিক্রনের। গত সপ্তাহের বুধবার থেকে তা ঊর্ধ্বমুখী হলেও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দৈনিক সংক্রমণে রাশ নিয়ন্ত্রণেই রয়েছে।

এদিন উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যা বাড়ল চারগুণ। ভারতে মৃতের সংখ্যা ১৫০-য় নেমে এসেছিল। এদিন তা বেড়ে ৬০০ পেরিয়ে গেল।শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় সাড়ে ৮ হাজার করোনা সংক্রমণ হয়েছে।

এদিনের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৮৫০৭। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৭৪ হাজার ৭৪৪। দেশে মৃতের সংখ্যা এদিন এক লাফে বেড়ে ৬২৪ হয়েছে। করোনায় মৃত্যু ৫০০-র কাছাকাছি উঠে যাচ্ছে প্রায়শই।

শুক্রবারের পরিসংখ্যানে তা ৫০০ ছাড়িয়ে গেল। কিছুদিন আগেই দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৭৪,৭৩৫ জনের।

ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, প্রায় ৩০টি দেশে খোঁজ মিলেছে আক্রান্তের, তখন দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি।

কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যায় উৎসবের মরশুমে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। এখন তা ফের কমতে শুরু করেছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে।

নভেম্বরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় ছিল দেশে। ডিসেম্বরের শুরুতে তা একটু বেড়েছে। করোনার দৈনিক সংক্রমণ নেমে যায় ছ-হাজারের ঘরে। তবে দেশে ধারাবাহিকভাবে কমছিল সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষের নিচে নেমে গিয়েছে ঠিকই, কিন্তু এদিন সক্রিয় রোগী ফরে বাড়ল। করোনা সক্রিয় বর্তমানে ৯৪ হাজার ৯৪৩। গত কয়েকদিন একটু বেড়েছে সক্রিয়ের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৬৭৮ জন।

দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৩। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *