পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে গণনা শুরু, উত্তরপ্রদেশ-সহ কোথায় প্রাথমিক ট্রেন্ডে কারা এগিয়ে?

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে গণনা শুরু, উত্তরপ্রদেশ-সহ কোথায় প্রাথমিক ট্রেন্ডে কারা এগিয়ে?

ব্যুরো রিপোর্ট:  পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে ঠিক সকাল ৮টায়।প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি টক্কর দিলেও এগিয়ে রয়েছে বিজেপি। পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোর টক্কর চলছে বিজেপি জোট এবং আম আদমি পার্টির। গোয়ায় এখনও অবধি এগিয়ে অন্যরা।

উত্তরপ্রদেশে গ্রামীণ এলাকার চারটি আসনে কংগ্রেস শেষ পাওয়া খবরে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। যোগী আদিত্যনাথ এগিয়ে রয়েছেন। কারনাল আসনে এগিয়ে রয়েছেন অখিলেশ যাদবও।

যোগী মন্ত্রিসভার দুই মন্ত্রী এখনও অবধি পিছিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। অযোধ্যা, কাশী, মথুরায় বিজেপি এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালট গণনায়। সময় যত এগোচ্ছে ততই লিড বাড়াচ্ছে বিজেপি।

শেষ পাওয়া খবরে বিজেপি ৮৬টি, সমাজবাদী পার্টির জোট ৩৭টি, বিএসপি ৪টি, কংগ্রেস ৪টি ও অন্যরা ১টি আসনে এগিয়ে।পাঞ্জাবে ১১৭টি কেন্দ্রের ১৫টির ট্রেন্ড সামনে এসেছে।

তাতে দেখা যাচ্ছে কংগ্রেস ৫টি, আপ ৫টি, অকালি দলের জোট ৩টি ও বিজেপি জোট ২টি আসনে এগিয়ে রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে রয়েছেন।

প্রথমদিকে নভজ্যোৎ সিং সিধু পিছিয়ে থাকলেও তিনি এখন আবার এগিয়ে গিয়েছেন।গোয়ায় এখনও অবধি কোনও আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর নেই। ২টি অন্যরা পাচ্ছে বলে জানা যাচ্ছে।

কিন্তু কোনও বড় দলের পোস্টাল ব্যালটে এগিয়ে থাকার খবর এখনও নেই।উত্তরাখণ্ডে কংগ্রেসের সঙ্গে বিজেপির জোর টক্করের সম্ভাবনার কথা জানানো হয়েছিল এগজিট পোলে।

সেটাই হয়েছে। পোস্টাল ব্যালটের গণনায় দেখা যাচ্ছে কংগ্রেস এখনও অবধি ১২টি এবং বিজেপি ১০টি করে আসনে এগিয়ে রয়েছে। লালকুয়াঁয় কংগ্রেসের হরিশ রাওয়াত এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালট গণনায় মণিপুরে এগিয়ে রয়েছে বিজেপি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *