সব ধরনের ক্রিকেটকে অলবিদা জানালেন ‘বিতর্কিত নায়ক’ শ্রীসন্থ

সব ধরনের ক্রিকেটকে অলবিদা জানালেন ‘বিতর্কিত নায়ক’ শ্রীসন্থ

ব্যুরো রিপোর্ট:  সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শান্তাকুমারান শ্রীসন্থ। বুধবার আচমকা টুইট করে অবসরের কথা ঘোষণা করেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই পেসার।দীর্ঘ নয় বছর বাইশ গজের বাইরে থাকার পর রঞ্জি ট্রফিতে কেরলের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে ছিলেন শ্রীসন্থ।

নয় বছর পর প্রথম উইকেট পেয়ে আবেগতাড়িত শ্রীসন্থ পিচে শুয়ে পড়ে চুমু খেয়েছিলেন উইকেটকে। বাইশ গজে দীর্ঘদিন পর প্রত্যবর্তন ঘটানো শ্রীসন্থ উইকেট পাওয়ায় খুশি হয়েছিলেন তাঁর ভক্তকূলও।অল্প বয়সেই কেরিয়ারে সাফল্যে চূড়ায় পৌঁছেছিলেন শ্রীসন্থ।

ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করে মন জিতে নিয়েছিলেন বিশ্বের অগুণিত ক্রিকেটপ্রেমীর। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এও দাপিয়ে রাজ করেছিলেন কেরলের এই পেসার। কিন্তু জীবনের একটা ভুলই সব হিসেব বদলে দেয়।

২০১৩ সালে ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে নির্বাসিত হন এই তারকা ক্রিকেটার। পরবর্তী ৯ বছর ক্রমাগত পরিস্থিতি এবং নিজের সঙ্গে লড়ে গিয়েছেন শ্রীসন্থ। নিজের লক্ষ্যে স্থির থেকে নিজেকে ফিট করে রেখেছিলেন শুধু একটা সুযোগের জন্য।

জাতীয় দলের দরজা আর কখনও না খুললেও ঘরোয়া ক্রিকেটে কেরলের দলে। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার পাশাপাশি এ বার খেলেছিলেন রঞ্জি ট্রফিতে। মধ্য প্রদেশের সঙ্গে পয়েন্ট একই হলেও রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে শেষ করে কেরল।

যার ফলে রঞ্জি অভিযান শেষ হয়ে যায় তাদের। রঞ্জি থেকে দল ছিটকে যাওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।বুধবার নিজের করা টুইটে তিনি লিখেছেন, “আমার পরিবার, সতীর্থ এবং দেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে গর্বের।

পাশাপাশি তাঁদের জন্যও যাঁরা এই খেলাটাকে ভালবাসেন। দুঃখ থাকলেও কোনও আক্ষেপ নেই। ভারাক্রান্ত হৃদয়ে জানাতে চাই আমি ভারতের ঘরোয়া ক্রিকেট (প্রথম শ্রেণি এবং অন্যান্য ফরম্যাট) থেকে অবসর ঘোষণা করছি।

“তিনি অপর একটি টুইটে লিখেছেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য আমি আমার প্রথম শ্রেণির ক্রিকেটের কেরিয়ারে ইতি টানলাম। এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। যদিও আমি জানি এটা আমার জীবনে আনন্দের মুহূর্ত নিয়ে আসবে না।

এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাকেই আমার ঠিক মনে হয়েছে। প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছি আমি।”২০২২ আইপিএল-এর মেগা নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন শ্রীসন্থ কিন্তু কেউই তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি।

২০০৫ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল শ্রীসন্থের। ২০০৬ সালে নাগপুরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শ্রীসন্থের। ২০১১ বিশ্বকাপের পাশাপাশি ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্থ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *