শামির রেকর্ড, বিরাটকে ছুঁলেন রোহিত, বিশ্বকাপে ইংল্যান্ডের লজ্জার নজির, একনজরে পরিসংখ্যান

শামির রেকর্ড, বিরাটকে ছুঁলেন রোহিত, বিশ্বকাপে ইংল্যান্ডের লজ্জার নজির, একনজরে পরিসংখ্যান

ব্যুরো রিপোর্ট: ভারত চলতি বিশ্বকাপে ছয়ে ছয় করে ফেলল। ভারতীয় বোলারদের দাপটে রোহিত শর্মার দল ২২৯ রানের পুঁজি নিয়েও জিতল ১০০ রানে। লখনউয়ের একানা স্টেডিয়াম থেকেই সেমিফাইনালের টিকিট কনফার্ম করল মেন ইন ব্লু।বিশ্বের ১ নম্বর ওডিআই দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল ইংল্যান্ডের। আজকের ম্যাচে যে নজিরগুলি হলো তা দেখে নেওয়া যাক একনজরে।এই প্রথম কোনও বিশ্বকাপে পরপর চারটি ম্যাচে পরাস্ত হলো ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে থ্রি লায়ন্সের এটি পঞ্চম পরাজয়। এর আগে, ১৯৯৬, ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড চারটি ম্যাচ হেরেছিল। সেই নজির এদিন ছাপিয়ে গেল। জঘন্য পরাজয়ের জন্য ব্যাটারদের দিকেই আঙুল তুলেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ১৩৫ রান তাড়া করতে গিয়ে জিম্বাবোয়ের কাছে হেরেছিল ৯ রানে। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৬ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড ১২২ রানে হেরেছিল। তারপর রইল এদিনের পরাজয়। ২০১৫ সালের পর এই প্রথম এত কম রান করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড।

২০১৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা ২৩৩ রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি।বিশ্বকাপে মহম্মদ শামি ১৩ ইনিংসে পেলেন ৪০ উইকেট। ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলেন ৬ বার। বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চার বা তার বেশি উইকেট নেওয়ার নিরিখে শামি ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককে। স্টার্কও ৬ বার ইনিংসে চার বা তার বেশি উইকেট দখল করেছেন। অজিত আগরকর ওডিআইয়ে ইনিংসে ১২ বার চার বা তার বেশি উইকেট নেন। শামির ক্ষেত্রে সেই সংখ্যা হলো ১৩।ইংল্যান্ড ইনিংসে ছয় ব্যাটার বোল্ড হলেন।

বিশ্বকাপে এমনটা হলো ষষ্ঠবার। কোনও ইনিংসে ছয় বা তার বেশি ব্যাটার বোল্ড হয়েছেন এমনটা শেষবার হয়েছিল ২০১৫ সালের বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সংযুক্ত আরবশাহীর সিংহভাগ ব্যাটার বোল্ড হন। বাকি চারটি হয়েছিল ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপে। ইংল্যান্ড শেষ ৯টি উইকেট হারায় ৯৯ রানে, যা বিশ্বকাপে তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর।১৯৮৬ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইয়ে ভারতীয় বোলাররা প্রতিপক্ষের ৬ ব্যাটারকে বোল্ড করেছিলেন।

চলতি বছর এই নিয়ে ষষ্ঠবার ওডিআইয়ে ভারত প্রতিপক্ষকে ১৩০ রানের কমে থামিয়ে দিল। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সাতবার এমন নজির গড়েছিল।রোহিত শর্মা আজ এই নিয়ে ১২ বার পঞ্চাশের বেশি রান করলেন বিশ্বকাপে। এর সুবাদে তিনি ছুঁলেন বিরাট কোহলি, কুমার সঙ্গকারা ও শাকিব আল হাসানের কীর্তি। সচিন তেন্ডুলকর বিশ্বকাপে ২১ বার পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। বিশ্বকাপে ২৩টি ম্যাচের সাতটিতে ম্যাচের সেরার পুরস্কার পেলেন রোহিত। সচিন তেন্ডুলকর (৪৫ ম্যাচে ৯টি) ছাড়া এতবার আর কেউ পুরস্কার পাননি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *